shono
Advertisement

লছমন ঝুলা বন্ধ হওয়ায় ধাক্কা স্থানীয় বাজারে, ব্যবসা লাটে ওঠার উপক্রম

ঋণ কীভাবে শোধ করবেন, তা নিয়েই ভাবনায় ব্যবসায়ীরা৷ The post লছমন ঝুলা বন্ধ হওয়ায় ধাক্কা স্থানীয় বাজারে, ব্যবসা লাটে ওঠার উপক্রম appeared first on Sangbad Pratidin.
Posted: 08:13 PM Jul 30, 2019Updated: 02:35 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়সের ভারে নুব্জ হয়ে বন্ধ হয়ে গিয়েছে উত্তর কাশীর ঐতিহ্যবাহী সেতু লছমন ঝুলা৷ আপাতত পর্যটকদের কাছে তার ফিরে আসার সম্ভাবনা নেই৷ এমন পরিণতিতে শুধু কি পর্যটকদের মনখারাপ? মোটেই তা নয়৷ লছমন ঝুলার সঙ্গে সঙ্গে বেহাল দশা হয়েছে সেতুর দু’পাশের দুটি বাজারেরও৷ বিকিকিনি মোটেই হচ্ছে না৷ অনেকেরই দোকান তুলে দেওয়ার দশা৷

Advertisement

[আরও পড়ুন: বড় জয় মোদি সরকারের, বিরোধিতা উড়িয়ে রাজ্যসভায় পাশ তিন তালাক বিল]

একদিকে তপোবন বাজার, আরেকদিকে লছমন ঝুলা বাজার৷ দুয়ের মাঝে সেতুবন্ধন এই লছমন ঝুলা৷ দিন কয়েক আগে পর্যস্তও দিনভর ঝুলন্ত সেতু দিয়ে এপার-ওপার করে বেড়াতেন অগণিত পর্যটক, স্থানীয় বাসিন্দারা৷ সরগরম থাকত ব্রিজ এবং ব্রিজের দুপাশের দুটি বাজার৷ কিন্তু উত্তরাখণ্ডের প্রায় শতাব্দী প্রাচীন এই সেতুর স্বাস্থ্যপরীক্ষা করে ইঞ্জিনিয়াররা জানান, কোমায় চলে গিয়েছে লছমন ঝুলা, বাঁচার সম্ভাবনা ক্ষীণ৷ তাই বিপদ এড়াতে এরই মধ্যে সেতুটি বন্ধ করে দেওয়া উচিত৷ গাড়িঘোড়া তো নয়ই, পায়ে হেঁটে সেতু পেরনোও বিপজ্জনক৷ পিডব্লুডি এবং আইআইটি-র ইঞ্জিনিয়ারদের পরামর্শ তড়িঘড়ি সেতুতে পরিবহণ বন্ধ করে দেয় উত্তরাখণ্ডের ত্রিবেন্দ্র সিং রাওয়াত সরকার৷

এই সিদ্ধান্ত রাজ্যের পর্যটনে একটা বড়সড় ধাক্কা দিয়েছে৷ স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, খুব কম সময়ের মধ্যে তাঁদের ব্যবসা একেবারেই মুখ থুবড়ে পড়েছে৷ কেউ কেউ ঋণ নিয়ে ব্যবসা সবে সাজিয়ে বসেছিলেন রাজ্যের এমন এক পর্যটন ক্ষেত্রে, একটু বাড়তি লাভের আশায়৷ এখন এই পরিস্থিতিতে কীভাবে ঋণ শোধ করবেন, আর ঘরেই বা উপার্জনের কতটুকু টাকা রাখতে পারবেন, তা নিয়েই ভাবনায় পড়েছেন৷ ৯৬ বছরের একটা ঝুলন্ত সেতু কীভাবে হৃষিকেশের জনজীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়েছিল, তা এখন বেশ টের পাচ্ছেন সকলে৷ কিন্তু তাকে ফিরিয়ে আনার পথ নেই৷ লছমন ঝুলার বিকল্প হিসেবে অন্য দুটি ব্রিজ তৈরি করে দেওয়ার তোড়জোড় চলছে৷

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হয়েই ‘টিপু জয়ন্তী’ বন্ধের নির্দেশ ইয়েদুরাপ্পার, নিন্দায় সরব বিরোধীরা]

 

The post লছমন ঝুলা বন্ধ হওয়ায় ধাক্কা স্থানীয় বাজারে, ব্যবসা লাটে ওঠার উপক্রম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement