shono
Advertisement

কবে থেকে শিয়ালদহ শাখার সব লোকাল ১২ বগির? যাত্রীদের জন্য সুখবর রেলের

ঠিক কী জানাল রেল?
Posted: 03:47 PM Apr 09, 2024Updated: 03:56 PM Apr 09, 2024

সুব্রত বিশ্বাস: দিনের পর দিন বেড়েই চলছে যাত্রী সংখ্যা। সেই কারণে বেশ কিছুদিন ধরেই শিয়ালদহ (Sealdah) থেকে সমস্ত শাখার ট্রেন ১২ বগি করার কাজ শুরু করেছিল রেল। স্বাভাবিকভাবেই যাত্রীদের মনে প্রশ্ন, কতদিনে শেষ হবে কাজ। কবে থেকেই বা সমস্ত ট্রেন হবে ১২ বগির? এবার উত্তর দিল রেল।

Advertisement

রেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ৪ নং প্লাটফর্মের দৈর্ঘ্যবৃদ্ধির কাজ প্রায় শেষের পথে। প্লাটফর্ম নম্বর ১, ২ ও ৩ বাড়ানোর কাজ চলছে। একাজ এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে খবর। তবে ওভারহেড তারের কাজ ও সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং ইত্যাদির কাজ শেষ হতে প্রায় মে মাস হয়ে যাবে। এর পর শিয়ালদহের ৫ নম্বর প্লাটফর্ম বাড়ানোর কাজ হবে। রেলের আশা, জুন মাসের মধ্যে শিয়ালদহ মেইন শাখার ১ থেকে ৫ নং অবধি সমস্ত প্লাটফর্মই ১২ কোচের লোকাল চলাচলের উপযুক্ত হয়ে উঠবে। ফলে লোকসভা ভোটের পর সব ট্রেন ১২ বগি হওয়ার সম্ভাবনা প্রবল।

[আরও পড়ুন: বোমায় ২০০ স্কুল ওড়ানোর হুমকি মেল ‘ভুয়ো’, বিবৃতি দিয়ে আশ্বস্ত করল কলকাতা পুলিশ]

প্রসঙ্গত, শিয়ালদহ দক্ষিণ শাখার প্রায় সব ই.এম.ইউ লোকাল এখন ১২ কোচের। কিন্তু শিয়ালদহ মেইন ও উত্তর শাখা অর্থাৎ অর্থাৎ শিয়ালদহ থেকে রানাঘাট, কৃষ্ণনগর এবং শিয়ালদহ থেকে বনগাঁ শাখার সব ট্রেনগুলি এখনও ১২ কোচের করা সম্ভব হয়নি। তার কারণ ছিল শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্ম বড় করা হলেই ট্রেনের বগি বাড়ানো হবে।

[আরও পডুন: পথের কাঁটা ‘ঘরে’রই নির্দল-ISF প্রার্থী! ভোটের আগে ‘শাখের করাত’ জঙ্গিপুরের TMC প্রার্থীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওভারহেড তারের কাজ ও সিগন্যাল এবং ইয়ার্ড লে আউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং ইত্যাদির কাজ শেষ হতে প্রায় মে মাস হয়ে যাবে।
  • জুন মাসের মধ্যে শিয়ালদহ মেইন শাখার ১ থেকে ৫ নং অবধি সমস্ত প্লাটফর্মই ১২ কোচের লোকাল চলাচলের উপযুক্ত হয়ে উঠবে।
  • ফলে লোকসভা ভোটের পর সব ট্রেন ১২ বগি হওয়ার সম্ভাবনা প্রবল।
Advertisement