স্টাফ রিপোর্টার: বিসিসিআই-এর বিরুদ্ধে অভিযোগ করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল ক্রিকেট সংস্কার বিষয়ক লোধা কমিটি৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, রিপোর্টে অনুরাগ ঠাকুর-সহ বোর্ডের শীর্ষকর্তাদের অপসারণ চাইল লোধা কমিটি৷ অভিযোগ, বিসিসিআই লোধা কমিটির সুপারিশ মানেনি৷ পরোক্ষে যা সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার সমতুল্য বলে দাবি৷ তাই যত দ্রুত সম্ভব বোর্ডের শীর্ষকর্তাদের অপসারণ চাইল লোধা কমিটি৷
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে স্বচ্ছতা আনতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন বিচারপতি আর এম লোধার নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছিল৷ সেই কমিটি বোর্ডকে বেশ কিছু সুপারিশ দিয়েছিল৷ এক রাজ্য এক ভোট, সত্তরোর্ধ্ব ব্যক্তি দায়িত্বে থাকতে পারবেন না, কেন্দ্রীয় মন্ত্রীরা বোর্ডের কোনও পদাধিকার পাবেন না, জোন ভিত্তিক নির্বাচক না বেছে গোটা দেশ থেকে তিনজন নির্বাচক বাছা হোক বলে সুপারিশ করা হয়েছিল৷ যা মানা তো দূর অস্ত, দিনের পর দিন কমিটির সুপারিশের বিরুদ্ধাচরণ করে যাচ্ছে বোর্ড৷ বুধবার লোধার রিপোর্ট পাওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর প্রশ্ন তুলেছেন, “বিসিসিআই যদি মনে করে থাকে ওরা আইনের ঊর্ধ্বে, তবে তা ভুল৷ উচ্চ ক্ষমতাশীল কোনও কমিটি সুপারিশ দেওয়ার পর বোর্ডের থেকে এই ব্যবহার আশা করা যায় না৷ হয় ওরা সুপারিশ মানুক, নাহলে কোর্ট নিজেদের রায় শোনাতে বাধ্য হবে৷” শুক্রবার থেকে শুরু হচ্ছে
বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভা৷ তাই বিচারপতির এই মন্তব্যের পর কিছুটা বেকায়দায় বোর্ড৷ চাপে সর্বভারতীয় ক্রিকেট কর্তারাও৷
The post সুপ্রিম কোর্টে অনুরাগ ঠাকুরের অপসারণের দাবি লোধা কমিটির appeared first on Sangbad Pratidin.