shono
Advertisement

হিন্দু ধর্মের অপমান! ‘শক্তি’ বিতর্কে রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাহুলের মন্তব্যের প্রতিবাদ করেছেন।
Posted: 06:25 PM Mar 20, 2024Updated: 06:25 PM Mar 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, মুম্বইয়ের সভায় ‘শক্তি’ নিয়ে মন্তব্য করে হিন্দু ধর্মের অবমাননা করেছেন রাহুল। শুধু তাই নয়, কংগ্রেসের ওই সভা থেকে একাধিক বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ বিজেপির।

Advertisement

গত রবিবার মুম্বইয়ের জনসভায় রাহুল গান্ধী বলেন, “হিন্দু ধর্মে একটা শব্দ আছে, ‘শক্তি’। আমরা শক্তির বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু কী সেই শক্তি? ইভিএম (EVM) এবং দেশের সব স্বশাসিত তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই, আয়কর দপ্তরে রয়েছে রাজার আত্মা। আর তাঁকে পিছন থেকে নিয়ন্ত্রণ করছে একটা শক্তি। কয়েকজন শিল্পপতি, উচ্চবর্ণের কয়েকজন আমলা এবং আরএসএস মিলে ওই শক্তি তৈরি হয়েছে।” রাহুলের ওই মন্তব্যের পরই তাঁকে আক্রমণ শুরু করে বিজেপি।

[আরও পড়ুন: গার্ডেনরিচ কাণ্ডে গ্রেপ্তার আরও ১, এবার পুলিশের জালে জমির মালিক]

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তামিলনাড়ুর সভা থেকে বলেন, ‘‘কংগ্রেসের উদ্দেশ্য শক্তির বিনাশ করা। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি। জীবন থাকতে আমি শক্তির বিনাশ ঘটাতে দেব না।” বিজেপির অন্যান্য নেতারা আবার বলা শুরু করেন, শক্তি মানে হিন্দুরা বোঝে নারী শক্তি। রাহুল শক্তি বিনাশ করতে চেয়েছেন মানে তিনি আসলে নারীশক্তির অপমান করছেন।

[আরও পড়ুন: মর্মান্তিক কাণ্ড ছত্তিশগড়ের শপিংমলে, বাবার কোল থেকে পড়ে মৃত্যু একরত্তির]

এবার সোজা নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ করে এল বিজেপি। বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলছেন, “কংগ্রেসের সভায় এমন বহু মন্তব্য করা হয়েছে যা অবমাননাকর। আমরা কমিশনে আবেদন করেছি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যদি এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ না করা হয়, তাহলে সেটা অন্যায় হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement