shono
Advertisement
Lok Sabha 2024

ভোটে জিততে নিষিদ্ধ PFI-এর সমর্থন নিচ্ছেন রাহুল গান্ধী! বিস্ফোরক মোদি

ঔরঙ্গজেবকে টেনে রাহুলকে খোঁচা মোদির।
Posted: 04:56 PM Apr 28, 2024Updated: 05:05 PM Apr 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য একটা আসনে জিততে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন পিএফআইয়ের সাহায্য নিচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিস্ফোরক অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর দাবি, ওয়ানড়ে নিজের কেন্দ্রে ভোটে জিততেও রাহুলকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাহায্য নিতে হচ্ছে। এই সংগঠনটিকে বিজেপিই নিষিদ্ধ ঘোষণা করেছিল। নেতাদের জেলে ভরেছিল।"

Advertisement

বস্তুত, কর্নাটকের সভা থেকে মোদি পুরোদস্তুর মেরুকরণ করার চেষ্টা করে গেলেন। প্রধানমন্ত্রী বললেন, "কংগ্রেস আমাদের দেশের ইতিহাসও লিখিয়েছে নিজেদের ভোটব্যাঙ্কের কথা ভেবে। তোষণের দৃষ্টিভঙ্গি থেকে। আজও কংগ্রেসের (Congress) যুবরাজ, সেই পাপকাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। যুবরাজই তো কদিন আগে বলছিল, ভারতের রাজা-মহারাজারা নাকি অত্যাচারি। ওরা শুধু রাজা-মহারাজাদের অত্যাচার দেখতে পায়। নিজাম-নবাবদের অত্যাচার দেখতে পায় না।"

[আরও পড়ুন: ‘ওরা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে’, ভোটপ্রচারে ফের ‘মেরুকরণ’ অস্ত্র মোদির]

এর পর সুর আরও চড়িয়ে মোদির (Narendra Modi) দাবি, "ও রাজা-মহারাজাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, রাজা-মহারাজারা নাকি গরিবের সম্পত্তি কেড়ে নিত। কংগ্রেসের যুবরাজ ছত্রপতি শিবাজী, রানি চান্নামাদের মতো মহান ব্যক্তিত্বদের অপমান করেছে। যাদের দেশপ্রেমের কাহিনী আজও আমাদের অনুপ্রেরণা দেয়। শাহজাদা রাজা মহারাজা নিয়ে বলছে, অথচ নিজাম, নবাবদের অত্যাচার নিয়ে ওঁর মুখ বন্ধ।"

[আরও পড়ুন: বামেরা ক্ষমতায় এলে দ্বিগুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার! ভোটপ্রচারে সৃজনের মন্তব্য নিয়ে শোরগোল]

রাহুলকে বিঁধতে গিয়ে মোগল সম্রাট ঔরঙ্গজেবকে টেনে আনেন মোদি। প্রধানমন্ত্রীর দাবি, "কংগ্রেসের যুবরাজ ঔরঙ্গজেবের কথা বলেন না। যারা আমাদের ধর্মস্থান ধ্বংস করে, যারা আমাদের হাজার হাজার মন্দির ধ্বংস করেছে তাঁদের কথা বলেন না। যারা গোহত্যা করত তাঁদের কথা বলেন না। ওরা অপমান করে আমাদের দেশপ্রেমী রাজা-মহারাজাদের।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামান্য একটা আসনে জিততে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন পিএফআইয়ের সাহায্য নিচ্ছেন রাহুল গান্ধী।
  • বিস্ফোরক অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
  • প্রধানমন্ত্রীর দাবি, ওয়ানড়ে নিজের কেন্দ্রে ভোটে জিততেও রাহুলকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাহায্য নিতে হচ্ছে।
Advertisement