সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪-তে ৪৭, ২০১৯-এ ৫১। ২০২৪-এ পঞ্চাশ আসনও পাবে না কংগ্রেস। ওড়িশার এক সভা থেকে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী বললেন, প্রথম ৩ দফা ভোটের পরই ময়দান থেকে উধাও বিরোধীরা।
লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) প্রচার শুরুর আগে মোদি ৪০০ পারের স্লোগান তুলেছিলেন। কিন্তু প্রথম দুদফার ভোটের পর মোদির মুখে সেই সুর উধাও হয়ে যায়। বিজেপির অন্দরে ধারণা তৈরি হয়, ৪০০ পারের স্লোগান আসলে দলের ক্ষতিই করছে। জয় অবধারিত ধরে নিয়ে ভোটাররা ভোট দিতেই যাচ্ছেন না। এসবের মধ্যে আবার বিরোধী শিবিরের আত্মবিশ্বাস বেড়ে যায়।
[আরও পড়ুন: জেল থেকে বেরিয়েই পুরোদমে প্রচার, আজ বজরংবলীর দরবারে কেজরিওয়াল]
কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের নেতারা শুরুতে সেভাবে সরকার গড়ার দাবিও জানাচ্ছিলেন না। বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রাখাই ছিল তাঁদের লক্ষ্য। কিন্তু প্রথম দুদফার ভোটের পর দেখা গেল রাহুল গান্ধীও (Rahul Gandhi) বলতে শুরু করেছেন, বিজেপি ১৮০'র থেকেও কম আসন পাবে। ৪ জুন সরকার গড়বে ইন্ডিয়া জোট। তাতে সম্ভবত খানিক মিইয়ে পড়ছিলেন বিজেপি কর্মীরা। তাঁদের চাঙ্গা করতে মোদি জোর গলায় বলে গেলেন, "কংগ্রেস এবার লোকসভায় ৫০ আসনও পাবে না। প্রধান বিরোধী তকমাও জুটবে না।"
[আরও পড়ুন: পুলওয়ামা-বালাকোট নিয়ে প্রশ্ন রেবন্তর, ‘কংগ্রেসের সহায়ক পাকিস্তান’, পালটা বিজেপির]
এখানেই শেষ নয়, মণিশঙ্কর আইয়ারের বিতর্কিত সাক্ষাৎকারকে হাতিয়ার করেও মোদি এদিন তোপ দেগেছেন কংগ্রেসকে। প্রধানমন্ত্রীর বক্তব্য, কংগ্রেসের নেতারা বার বার গোটা দেশকে ভয় দেখানোর চেষ্টা করে। ওরা বলে সামলে চলুন, পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে। ওরা আসলে দেশের আত্মবিশ্বাস ভেঙে দিতে চাইছে।