shono
Advertisement

Breaking News

Lok Sabha 2024

'জেতার জন্য ভোটব্যাঙ্কের সামনে মুজরোও করতে পারেন ইন্ডিয়ার নেতার', তোপ মোদির

শনিবার ষষ্ঠ দফার ভোটের দিনই এক জনসভায় সংরক্ষণ ইস্যুতে বিরোধীদের বিঁধেছেন মোদি।
Published By: Subhajit MandalPosted: 04:01 PM May 25, 2024Updated: 05:30 PM May 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংরক্ষণ ইস্যুতে ইন্ডিয়া জোটকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের এক সভায় প্রধানমন্ত্রী বললেন, জেতার জন্য ভোটব্যাঙ্কের সামনে মুজরো-ও করতে পারেন ইন্ডিয়া (INDIA) জোটের নেতারা। যার তীব্র প্রতিবাদ এসেছে বিরোধী শিবির থেকে।

Advertisement

কে সংরক্ষণ বিরোধী, কে সংরক্ষণ তুলে দিতে চায়, এবারের লোকসভায়(Lok Sabha 2024) অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে সেটাই। শনিবার ষষ্ঠ দফার ভোটের দিনই এক জনসভায় সংরক্ষণ ইস্যুতে বিরোধীদের বিঁধেছেন মোদি। সেই সভায় করা মন্তব্যেই যত বিতর্ক।

[আরও পড়ুন: গণতন্ত্রের উৎসবে শামিল বিদেশমন্ত্রী জয়শংকর, ভোট দিয়ে পেলেন বিশেষ সার্টিফিকেট, কেন?]

কী বলেছিলেন মোদি? প্রধানমন্ত্রী এদিন বলেন, "আমি বিহারের মানুষকে গ্যারান্টি দিচ্ছি। মোদি যতদিন বেঁচে আছে তফসিলি জাতি (SC), উপজাতি এবং ওবিসিদের অধিকার কেড়ে নিতে পারবে না কেউ। মোদির জন্য সংবিধানই সর্বোপরি। আমার জন্য আম্বেদকরের প্রতি সম্মান সর্বোপরি।" এর পরই বিরোধী জোটকে নিশানা করে মোদির (Narendra Modi) বক্তব্য, "ইন্ডিয়া জোটের নেতারা যদি নিজেদের ভোটব্যাঙ্কের জন্য আনুগত্য দেখাতেই পারে। ওরা চাইলে ভোটব্যাঙ্কের সামনে মুজরোও করতে পারে।" প্রধানমন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ ইন্ডিয়া শিবির। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সাফ বলে দিচ্ছেন, "এই চড়া রোদে ভাষণ দিতে দিতে মাথাটা গিয়েছে মোদির।" তৃণমূলের সাকেত গোখলে বলছেন, মোদির মুখে এই ভাষণ লজ্জাজনক।

[আরও পড়ুন: ‘লোকে পাগল বলে বলুক’, ‘পরমাত্মা’ মন্তব্য অনড় মোদি]

কংগ্রেস তথা রাহুল গান্ধী (Rahul Gandhi) লাগাতার অভিযোগ করে আসছেন, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়লে সংরক্ষণ বাতিল করে দেবে। বিহার এবং উত্তরপ্রদেশের দলিতদের মধ্যে এর একটা ভালো প্রভাব পড়ছে বলেও ওয়াকিবহাল মহলের মত। সেটারই পালটা দেওয়ার চেষ্টা করলেন মোদি। আর তাতেই বিতর্ক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংরক্ষণ ইস্যুতে ইন্ডিয়া জোটকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • বিহারের এক সভায় প্রধানমন্ত্রী বললেন, জেতার জন্য ভোটব্যাঙ্কের সামনে মুজরো-ও করতে পারেন ইন্ডিয়া জোটের নেতারা।
  • যার তীব্র প্রতিবাদ এসেছে বিরোধী শিবির থেকে।
Advertisement