shono
Advertisement
Lok Sabha 2024

প্রধানমন্ত্রী পদে মোদির শপথ ৮ জুন! আজই এনডিএ সঙ্গীদের সমর্থন প্রার্থনা বিজেপির

Published By: Subhajit MandalPosted: 01:22 PM Jun 05, 2024Updated: 04:01 PM Jun 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথের পরিকল্পনা সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব ঠিক থাকলে আগামী ৮ জুন রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি। প্রথমে শোনা যাচ্ছিল, এবার রাষ্ট্রপতি ভবনের বাইরে খোলা আকাশে শপথ নিতে চান প্রধানমন্ত্রী। তবে শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ভবনেই শপথ নেবেন বলে খবর।

Advertisement

এবার প্রধানমন্ত্রী হলেই দিল্লির মসনদে থাকার নিরিখে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙবেন মোদি (PM Modi)। বিজেপি সূত্রের খবর সব ঠিক থাকলে ৮ জুন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথ নেবেন নরেন্দ্র মোদি। সেদিন মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি (BJP)। প্রথমে শোনা যাচ্ছিল রাষ্ট্রপতি ভবনে শপথ না নিয়ে খোলা আকাশের নিচে কর্তব্য পথে শপথ নিতে চান মোদি। কিন্তু পরে জানা গিয়েছে রাষ্ট্রপতি ভবনেই শপথের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতি ভবন সুসজ্জিত করার জন্য টেন্ডারও ডাকা হয়েছে। সাজসজ্জার কাজের জন্য আজ থেকে রাষ্ট্রপতি ভবন বন্ধ রাখা হবে।

[আরও পড়ুন: আসন কমতেই মোদি-শাহর ‘কর্তৃত্ব’ নিয়ে ক্ষোভ অন্দরে, অসন্তুষ্ট আরএসএসও!]

এদিকে এনডিএ'র (NDA) অন্দরে সরকার গড়ার তোড়জোড় শুরু হয়েছে। আসলে ক্ষমতায় ফিরলেও বিজেপির এবার ভালো শক্তিক্ষয় হয়েছে। এমনকী একক সংখ্যাগরিষ্ঠতা থেকেও অনেক দূরে গেরুয়া শিবির। বিজেপির সরকার গড়ার চাবি যাঁদের হাতে সেই চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের সঙ্গে আবার যোগাযোগ করেছে বিরোধী শিবিরও। যার ফলে এবার শরিকদের বাড়তি গুরুত্ব দিতে হচ্ছে বিজেপিকে। যদিও বিজেপি তাতে বিচলিত নয়। গেরুয়া শিবির নিশ্চিত, সরকার গড়তে বিশেষ সমস্যা হবে না।

[আরও পড়ুন: শূন্য হাতে হতাশ সিপিএমের মনে হরেক প্রশ্ন]

ইতিমধ্যেই দিল্লিতে এনডিএর বৈঠক ডাকা হয়েছে। তাতে নীতীশ কুমার (Nitish Kumar) এবং চন্দ্রবাবু নায়ডুরও থাকার কথা। সব ঠিক থাকলে আজই শরিকদের কাছ থেকে সমর্থন পত্র জমা নেবে বিজেপি। গেরুয়া শিবির ঢিলেমি চাইছে না। দ্রুত প্রধানমন্ত্রী পদে বসতে চাইছেন মোদি। অকারণ ঢিলেমিতে আবার হীতে বিপরীত হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রধানমন্ত্রী হলেই দিল্লির মসনদে থাকার নিরিখে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙবেন মোদি।
  • বিজেপি সূত্রের খবর সব ঠিক থাকলে ৮ জুন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথ নেবেন নরেন্দ্র মোদি।
  • সেদিন মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি।
Advertisement