সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাভ জেহাদের (Love Jehad) পর এবার 'ভোট জেহাদ'! লোকসভা নির্বাচনে মুসলিমদের অস্তিত্ব রক্ষায় নয়া 'সংগ্রামে'র পরামর্শ দিলেন সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলম। তাঁর কথায়, দেশের বর্তমান যা পরিস্থিতি তাতে ভোট জিহাদ করাটা অপরিহার্য। এর বাইরে আর কোনও বিকল্প নেই।
মারিয়া আলম নিজে সমাজবাদী পার্টির (Samajwadi Party) সঙ্গে যুক্ত হলেও তাঁর কাকা সলমন খুরশিদ কংগ্রেসের বর্ষীয়ান নেতা। এ হেন নেত্রী প্রকাশ্যে মেরুকরণের চেষ্টা করছেন বলে অভিযোগ বিজেপির।
[আরও পডুন: ‘চাকরি খাচ্ছেন আপনি’, প্রাইমারি টেট মামলার শুনানিতে বিকাশরঞ্জনকে ঘিরে তুমুল বিক্ষোভ]
ঠিক কী বলেছিলেন মারিয়া আলম? উত্তরপ্রদেশের সপা নেত্রী বলছেন, "খুব বুদ্ধিমত্তার সঙ্গে, চুপচাপ, একসঙ্গে ভোট জেহাদ (Vote Jehad) করুন।" মারিয়ার দাবি, "আজ মানবতার উপর হামলা করছে বিজেপি। যদি দেশ বাঁচাতে চান, এই দেশের সৌন্দর্য, গঙ্গা-যমুনার সংস্কৃতি যদি বাঁচিয়ে রাখতে চান, তাহলে বিভ্রান্ত হবেন না। বুদ্ধি কাজে লাগিয়ে ভোট দিন। কারও দ্বারা প্রভাবিত হবেন না।"
[আরও পডুন: লন্ডনের রাজপথে তরোয়াল নিয়ে তাণ্ডব আততায়ীর! জখম বহু]
মারিয়া আলমের (Maria Alam) ভাষণের ওই অংশ টুইট করেছেন বিজেপির আইটি সেলের কর্তা অমিত মালব্য। তাঁর দাবি, মারিয়া আলম যেভাবে মুসলমানদের একত্রিত হয়ে ভোট জেহাদ গড়ার পরামর্শ দিয়েছেন, সেটা ইসলামিক খিলাফত গড়ার উসকানি। অথচ কংগ্রেস (Congress) নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে। যদি সলমন খুরশিদের মতো তথাকথিত শিক্ষিত মুসলিমের পরিবারের সদস্যরা এতটা বিভেদকামী হতে পারে, তাহলে সাধারণ মুসলিমদের কী অবস্থা হবে! সলমন খুরশিদও এরকমই, আলাদা নন। তবে তিনি নিজের স্বত্ত্বা লুকিয়ে রাখেন।