shono
Advertisement

Breaking News

Lok Sabha 2024

২৩০ আসনও পাবে না বিজেপি, নয়া ভবিষ্যদ্বাণী যোগেন্দ্র যাদবের, উচ্ছ্বসিত কংগ্রেস

শশী থারুরের দাবি, এই ভবিষ্যদ্বাণী সত্যি হলে আগামী দিনে বেশ মজাদার সময় আসতে চলেছে।
Published By: Subhajit MandalPosted: 11:19 AM May 31, 2024Updated: 01:05 PM May 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন সংখ্যাতত্ত্ববিদ তথা রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদবের নয়া ভবিষ্যদ্বাণী। শুরুতে তিনি দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনে(Lok Sabha 2024) ২৪০-২৫০ আসন পেতে পারে বিজেপি। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেরোতে পারে। এবার যোগেন্দ্রর দাবি, বিজেপি ২৩০ আসনও পেরোবে না। তাতেই উচ্ছ্বসিত কংগ্রেস (Congress)।

Advertisement

যোগেন্দ্র যাদব (Yogendra Yadav) যে নয়া ভবিষ্যদ্বাণী করেছেন, সেটা তুলে ধরে টুইট করলেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি স্পষ্ট বলছেন, যোগেন্দ্রর নতুন ভবিষ্যদ্বাণী নিয়ে তিনি উচ্ছ্বসিত। আগামী দিনে বেশ মজাদার সময় আসতে চলেছে। থারুরের দাবি অনুযায়ী, যোগেন্দ্র যে ভবিষ্যদ্বাণী করছেন, তাতে সরকার গড়তে পারবে না এনডিএ-ও।

[আরও পড়ুন: কাউন্টিং এজেন্ট হিসাবে কোনও শিক্ষক নিয়োগ নয়, জানাল কমিশন]

আসলে যোগেন্দ্র যাদব শুরু থেকেই দাবি করে আসছেন, এবার দেশজুড়ে কমবে বিজেপির আসন সংখ্যা। একটা বিজেপি বিরোধী চোরাস্রোত বইছে। তবে শুরুতে তাঁর বক্তব্য ছিল, বিজেপি একাই আড়াইশোর কাছাকাছি আসন পাবে। এনডিএ (NDA) জোট হিসাবে পেরিয়ে যাবে ২৭২ আসন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বিজেপি বিরোধী চোরাস্রোত যদি প্রবল হয়, তাহলে গেরুয়া শিবির নেমে যেতে পারে ২৩০ আসনের নিচে। আর বিজেপির (BJP) জোটসঙ্গীরা বড়জোর ৩৫-৪০টি আসন পেতে পারে। যোগেন্দ্রর দাবি, এমনিতে কংগ্রেস এবার ৮৫ থেকে ১০০টি আসন পাবে। কিন্তু বিজেপি বিরোধী চোরাস্রতে থাকলে কংগ্রেসের আসন সংখ্যা পেরিয়ে যেতে পারে ১২০টি।

[আরও পড়ুন: ‘ওয়াটার থিওরি’তে বাংলাদেশের সাংসদের হত্যাকাণ্ড! ঢাকা ফিরে জানালেন গোয়েন্দা প্রধান]

যোগেন্দ্রর সেই ভবিষ্যদ্বাণী তুলে ধরে শশী থারুরের দাবি, এই ভবিষ্যদ্বাণী সত্যি হলে আগামী দিনে বেশ মজাদার সময় আসতে চলেছে। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। যদিও থারুরদের আশা পূরণ হবে কিনা, সবটাই বোঝা যাবে আগামী ৪ জুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যোগেন্দ্র যাদব শুরু থেকেই দাবি করে আসছেন, এবার দেশজুড়ে কমবে বিজেপির আসন সংখ্যা।
  • শুরুতে তাঁর বক্তব্য ছিল, বিজেপি একাই আড়াইশোর কাছাকাছি আসন পাবে।
  • বিজেপি বিরোধী চোরাস্রোত যদি প্রবল হয়, তাহলে গেরুয়া শিবির নেমে যেতে পারে ২৩০ আসনের নিচে।
Advertisement