বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তাও এখনও বঙ্গের ৪২ লোকসভা কেন্দ্রের প্রতিটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। সবেমাত্র ২০ জনের নাম ঘোষণা হয়েছে। তার মধ্যে পবন সিং নিজেই ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন। দ্বিতীয় প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে, তা এখনও নিশ্চিত নয়। তারই মাঝে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে দিল্লিতে জরুরি তলব। সূত্রের খবর, রবিবার রাতে কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর। সোমবার যাবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত। সোমবার অমিত শাহ এবং জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসার কথা তাঁদের।
বিজেপির প্রার্থী ঘোষণায় কেন দেরি হচ্ছে, তা নিয়ে রবিবারই ব্রাত্য বসু বিজেপিকে খোঁচা দিয়েছেন। তমলুক এবং উত্তর কলকাতার আসন নিয়ে জটিলতার জেরেই কি প্রার্থীপদ ঘোষণায় বিলম্ব, প্রশ্ন তোলেন তিনি। শাসকদলের খোঁচার পরই দিল্লিমুখী শুভেন্দু ও সুকান্তরা। সোমবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। তার পরই হয়তো বাকি ২২ আসনে প্রার্থী ঘোষণা হতে পারে। কাটতে পারে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থীপদ নিয়ে জটিলতা। বলে রাখা ভালো, এই লোকসভা কেন্দ্রে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী হিসাবে বেছে ছিল বিজেপি। তবে বিতর্কের মুখে পড়ে তিনি ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ান। যদিও শোনা যাচ্ছে, তিনি ফের ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।
[আরও পড়ুন: মহাকাশে নৈশভোজ! গাঁটের কড়ি খসালেই মিলবে সুযোগ, যাবেন নাকি?]
উল্লেখ্য, উত্তরবঙ্গ তুলনামূলক শক্ত ঘাঁটি বিজেপির। সূত্রের খবর, দার্জিলিং নিয়ে রাজু বিস্তা এবং হর্ষবর্ধন শ্রিংলার মধ্যে টানাপোড়েন চলছে। রায়গঞ্জে তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন দেবশ্রী চৌধুরী। জলপাইগুড়ি নিয়েও টানাপোড়েন চলছে। আবার মেদিনীপুরে কাকে প্রার্থী করা হবে, তা নিয়েও নাকি দলের অন্দরেই খানিক টানাপোড়েন চলছে। তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে দিলীপ ঘোষকেই হয়তো প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আবার কেউ কেউ বলছেন, প্রার্থী হতে পারেন ভারতী ঘোষ। এদিকে আবার শোনা যাচ্ছে, তমলুকে প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের বারাকপুরে টিকিট পেতে পারেন সদ্য গেরুয়া শিবিরে ফেরা অর্জুন সিং। উত্তর কলকাতা আসনটিতে তাপস রায়কে প্রার্থী করার সম্ভাবনাও রয়েছে। এসব নিয়ে আগামিকালের বৈঠকে আলোচনা হতে পারে বলেই খবর। আর তার পরই দ্বিতীয় দফায় রাজ্যের আরও ২২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারেই বলে খবর।