সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া (INDIA) জোটের শরিকদের সঙ্গে আসনরফা হয়নি। তা সত্ত্বেও অসমে একক শক্তিতে লড়বে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের তরফে অসমের চার আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
অসমের বরাক উপত্যকা অঞ্চলে ভালো প্রভাব রয়েছে তৃণমূলের (TMC)। তবে লোকসভায় শুধু বরাক উপত্যকায় সীমাবদ্ধ না থেকে পাঁচ আসনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। প্রথম দফায় সুস্মিতা দেবের (Susmita Deb) নিজের কেন্দ্র শিলচরের প্রার্থীর নাম ঘোষণা করেছে এরাজ্যের শাসকদল। শিলচরে তৃণমূলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। এর বাইরে লখিমপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘনকান্ত চুতিয়া। বারপেটায় সংখ্যালঘু প্রার্থী দিয়েছে তৃণমূল। ওই কেন্দ্রে জোড়াফুল প্রতীকে লড়বেন আবুল কালাম আজাদ। কোকরাঝাড়ে তৃণমূলের টিকিটে লড়বেন গৌরীশঙ্কর সারানিয়া।
[আরও পড়ুন: ‘বিজেপিতে ফিরছি, লাইনে আরও বড় নেতা’, বিস্ফোরক দাবি ‘গেরুয়া’ অর্জুনের]
তৃণমূল এবছর রাজ্যের বাইরে লড়বে, সেই সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিল দল। তবে, রাজ্যের বাইরে প্রার্থী ঘোষণার আগে ইন্ডিয়ার বড় শরিক কংগ্রেসের সঙ্গে বেশ কিছুদিন আলোচনা হয়েছে। তৃণমূল চেয়েছিল, কংগ্রেসের (Congress) সঙ্গে কোনওরকম আসনরফা হলে সেটা যেন অসম মেঘালয়ের মতো রাজ্যগুলি ধরেই হয়। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে কোনওরকম রফা হয়নি তৃণমূলের।
[আরও পড়ুন : ভোটপ্রচারে নেমে ‘ভালোবাসার চোট’ পেলেন দেব! দাসপুরে শ্রমিকদের পাশে দাঁড়াতে গিয়ে ডানহাতে আঘাত]
কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে যাওয়ায় উত্তরপূর্বের দুই রাজ্য অসম এবং মেঘালয়ে একাই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় এরাজ্যের শাসকদল। মেঘালয়ের এক কেন্দ্রের প্রার্থী আগেই ঘোষণা করেছে তৃণমূল। এবার অসমের চার কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করে দেওয়া হল।