shono
Advertisement

Breaking News

Lok Sabha 2024

ষষ্ঠ দফা: ধনীতম প্রার্থীর সম্পত্তি ১২৪১ কোটি, সবচেয়ে গরিব প্রার্থী মাত্র ২ টাকার মালিক

এই পর্বে বাংলায় ৮ আসনে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কোটিপতি প্রার্থী ২১ জন।
Published By: Subhajit MandalPosted: 09:14 AM May 25, 2024Updated: 10:07 AM May 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ কোটি কোটি টাকার মালিক। কেউ চালচুলোহীন। দেশের ষষ্ঠ দফার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন সমাজের সব স্তরের মানুষ। এই পর্বে ৫৮ আসনে মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯ জন। এর মধ্যে কোটিপতির সংখ্যা ৩৩৮ জন। অর্থাৎ ৩৯ শতাংশ। এই পর্বের প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ৬ কোটি ২১ লক্ষ।

Advertisement

এই পর্বে বাংলায় ৮ আসনে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কোটিপতি প্রার্থী ২১ জন। শতাংশের হারে সবচেয়ে বেশি কোটিপতি দিল্লিতে। রাজধানীর ১৬২ জন প্রার্থীর মধ্যে ৬৮ জনই কোটিপতি। হরিয়ানায় কোটিপতি প্রার্থীর সংখ্যা সর্বোচ্চ। সেরাজ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ১০২ জন।

[আরও পড়ুন: মানহানি মামলায় দোষী সাব্যস্ত মেধা পাটেকর, কী অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে?]

ষষ্ঠ দফার সবচেয়ে ধনী প্রার্থী বিজেপির নবীন জিন্দাল। হরিয়ানার কুরুক্ষেত্রের বিজেপি (BJP) প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১২৪১ কোটি টাকা। ধনীদের তালিকায় দ্বিতীয় ওড়িশার কটকের বিজেডি (BJD) প্রার্থী সন্ত্রুপ্ত মিশ্র। তাঁর সম্পত্তির পরিমাণ ৪৮২ কোটি। ওই কুরুক্ষেত্র কেন্দ্রেরই আপ প্রার্থী সুশীল গুপ্তার সম্পত্তির পরিমাণ ১৬৯ কোটি টাকা। তিনি তালিকায় তৃতীয়। ধনীদের তালিকায় প্রথম দশে নেই বাংলার কোনও প্রার্থী। অন্যদিকে গরিব প্রার্থীদের মধ্যে সবার আগে নাম রয়েছে রোহতকের নির্দল প্রার্থী রণধীর সিংয়ের। তিনি মাত্র ২ টাকার সম্পত্তির মালিক বলে নিজের হলফনামায় দাবি করেছেন। প্রতাপগড়ের এসইউসিআই (SUCI) প্রার্থী রাম কুমার যাদব নিজের সম্পত্তি দেখিয়েছেন ১৬৮৬ টাকার। এরাজ্যের বিষ্ণুপুরের বিএসপি (BSP) প্রার্থী জয়দেব ধঙ্ক গরিব প্রার্থীদের তালিকায় রয়েছেন পাঁচ নম্বরে। তাঁর মাত্র ৫ হাজার টাকার সম্পত্তি রয়েছে।

[আরও পড়ুন: মোটা বেতনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদে কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য?]

দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শেষ পর্যায়ে। ষষ্ঠ দফায় ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে ভোটগ্রহণ চলছে। এই পর্বে বাংলায় ভোট হচ্ছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে। এরাজ্যের ৮টি আসন ছাড়াও ভোট হচ্ছে বিহার (৮), হরিয়ানা (১০), ঝাড়খণ্ড (৪), ওড়িশা (৬), উত্তরপ্রদেশ (১৪), দিল্লি (৭) ও কাশ্মীরে (১)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই পর্বে বাংলায় ৮ আসনে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
  • ষষ্ঠ দফার সবচেয়ে ধনী প্রার্থী বিজেপির নবীন জিন্দাল।
  • হরিয়ানার কুরুক্ষেত্রের বিজেপি প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১২৪১ কোটি টাকা।
Advertisement