বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: স্বামীর অনুপস্থিতিতে দলের হয়ে প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আপ সুপ্রিমো ও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল (Sunita Kejriwal)। শনিবার পূর্ব দিল্লি কেন্দ্রের দলীয় প্রার্থী হয়ে রোড শো করেন সুনীতা। দিল্লির চারটি কেন্দ্র ছাড়া পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটেও দলের প্রার্থীদের হয়ে প্রচার করবেন বলে জানান দলের শীর্ষ নেতা অতীশী।
স্বামী মদ দুর্নীতি মামলায় জেলবন্দি। তাঁর অনুপস্থিতিতে বকলমে স্ত্রী দল ও সরকার চালাতে পারেন বল গুঞ্জন ছিলই। তা ক্রমেই স্পষ্ট হয় ইন্ডিয়া জোটের দু’টি সভায় দলের প্রতিনিধি হয়ে তাঁর উপস্থিতি। কেজরিওয়ালের বদলে দলের হয়ে প্রতিনিধিত্ব করেন স্ত্রী সুনীতা। এবার নির্বাচন (Lok Sabha 2024) চলে আসায় দিল্লির মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারের দায়িত্ব কার কাঁধে বর্তাবে এই নিয়ে দলের অন্দরেই গুঞ্জন ছিল।
[আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক, ফের বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার]
শুক্রবার দলের নেত্রী অতীশী জানান, সুনীতাই আপের মুখ হয়ে প্রচার চালাবেন। সেনাপতির ভূমিকায় থাকবেন কেজরিওয়াল জায়া। সেই মতো এদিন পূর্ব দিল্লির প্রার্থীর হয়ে চড়া রোদেও রোড শো করেন সুনীতা। ভিড় ছিল চোখে পড়ার মতো। রোড শোয়ে সুনীতা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশে বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলবন্দি করে রেখেছে। ভেবেছিল কেজরিওয়ালের অনুপস্থিতি তাঁদের রাজনৈতিক সুবিধা দেবে। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। দিল্লির মানুষ কেজরিওয়ালের গ্রেপ্তারি ভালোভাবে নেয়নি। সেই জবাব মানুষ ভোটবাক্সে দেবে বলে দাবি করেন তিনি।
[আরও পড়ুন: ‘কল্যাণদার জন্যই আমাদের বিয়েটা হয়েছে’, কাঞ্চনকে ‘অপমান’ নিয়ে মুখ খুললেন শ্রীময়ী]
অন্যদিকে, কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে বিতর্ক শুরু হতেই এইমসের (AIIMS) পাঁচ চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। এখন প্রতিদিন দুই ইউনিট করে ইনস্যুলিন দেওয়া হচ্ছে তাঁকে। চিকিৎসকদের পরামর্শমতো ওষুধ দেওয়ার পর কেজরিওয়ালের স্বাস্থ্য এখন স্থিতিশীল বলে তিহার জল সূত্রে খবর। আবার হাই কোর্টের নির্দেশে পাঁচ সদস্যর মেডিকেল বোর্ডের সদস্যরা শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেজরিওয়ালের স্বাস্থাপরীক্ষা করে। এঁদের মধ্যে দু’জন তিহার জেলে গিয়ে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন। চিকিৎসকরা তাঁকে জেল কতৃপক্ষ ঠিকঠাক ওষুধ ও ইনস্যুলিন দিচ্ছে কিনা জানতে চান।