সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি বুথ এজেন্টকে মারধর করে স্ত্রীকে থান পরিয়ে দেওয়ার হুমকি। তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বাঁকুড়ার ইন্দাসে ব্যাপক চাঞ্চল্য। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। বিজেপির অন্তর্কলহ ছাড়া এটি কিছুই নয় বলেই দাবি তৃণমূলের।
বাঁকুড়া লোকসভা(Bankura Lok Sabha Election 2024) কেন্দ্রে ষষ্ঠ দফায় চলছে ভোটাভুটি। সকাল থেকে তেমন অশান্তির খবর মেলেনি। তবে তার আগের রাতে ইন্দাসের দিবাকর বাটির ১৩৫ নম্বর বুথের তৃণমূল এজেন্ট সুখেন্দু রায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে তৃণমূল নেতা বলছেন, "যদি ভোটের ওখানে তোকে দেখতে পাই, তবে শেষ করে দেব।" যে ব্যক্তি হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। তিনি বলছেন, "সিঁদুর পরতে পারবে না। সাদা থান পরিয়ে দেব।" এর পর তাঁকে মারধর করতে দেখা যায় বলেও অভিযোগ।
[আরও পড়ুন: ‘ইভিএমেই মায়ের মৃত্যুর জবাব’, ভোটদানের পর মন্তব্য নন্দীগ্রামের রথিবালার মেয়ের]
এই ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। ইন্দাস থানায় অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। যদিও তৃণমূল এই ভিডিওর সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছে। গোটা ঘটনা অস্বীকার করেছে শাসক শিবির। বিজেপির অন্তর্কলহে এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি তৃণমূলের।