shono
Advertisement
Lok Sabha Election 2024

অধীর থেকে দিলীপ, মহুয়া থেকে শতাব্দী, চতুর্থ দফায় নজরে বাংলার যে হেভিওয়েটরা

Published By: Sayani SenPosted: 09:35 AM May 13, 2024Updated: 10:07 AM May 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার আট-সহ দেশের মোট ৯৬টি লোকসভা কেন্দ্রে ভোটাভুটি। কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে ভোট। চতুর্থ দফায় চলছে ভোটাভুটি। বহরমপুরে ১৮৭৯টি বুথ, কৃষ্ণনগরে ১৮৪১, রানাঘাটে ১৯৮৩, বর্ধমান দূর্গাপুরে ২০৩৯, বর্ধমান পূর্বে ১৯৪২, আসানসোলে ১৯০১, বীরভূম ১৯৪৩টি এবং বোলপুরে ১৯৭৯টি বুথে চলছে ভোটগ্রহণ। রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী।

Advertisement

অস্তিত্ব রক্ষার লড়াই সাত প্রাক্তন সাংসদের। বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর ভোট (Adhir Ranjan Chowdhury) । তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ইউসুফ পাঠান (Yusuf Pathan) । যিনি প্রথমবার ভোটের ময়দানে লড়ছেন। আবার বিজেপির রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের এদিন ভাগ্য নির্ধারণ (Jagannath Sarkar)। বিজেপির বর্ধমান পূর্বের বিদায়ী সাংসদ হয়েও এবার আসানসোল থেকে লড়ছেন এস এস আলুওয়ালিয়া (SS Ahluwalia)। যার বিরুদ্ধে রয়েছেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। তিনি বিদায়ী সাংসদ। দিলীপ ঘোষেরও এবার কেন্দ্র বদল হয়েছে।

[আরও পড়ুন: ‘গরিব’ বাম প্রার্থী সুজন, স্ত্রীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা! জেনে নিন সম্পত্তির পরিমাণ]

মেদিনীপুরের বিদায়ী সাংসদ এবার লড়ছে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বিরুদ্ধে রয়েছেন কীর্তি আজাদ (Kirti Azad)। প্রচারের সময় তৃণমূলের তারকা প্রার্থীর উদ্দেশে বারবার নানা মন্তব্য করেছেন তিনি। কী রয়েছে তাঁদের ভাগ্যে, তা নির্ধারণ হবে ভোটবাক্সে। বোলপুরের বিদায়ী সাংসদ অসিত মালেরও ভাগ্য নির্ধারণ।

বীরভূম লোকসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী শতাব্দী রায়েরও (Satabdi Roy) এদিন ভাগ্য নির্ধারণ। যদিও প্রথম থেকেই জয়ের বিষয়ে আশাবাদী তিনি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও চলছে ভোটাভুটি। প্রায় গোটা বছরই বিতর্কের কেন্দ্রে ছিলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। সেই মহুয়াতেই ভরসা রেখেছে শাসক শিবির। এবার মহুয়ার মূল প্রতিদ্বন্দ্বী কৃষ্ণনগরের 'রানিমা' অমৃতা রায় (Amrita Roy)। যিনি রাজনীতির ময়দানে একেবারেই আনকোরা। ভূমিকন্যা বনাম রাজবধূর লড়াইতে কে শেষ হাসি হাসেন, তা জানতে আগামী ৪ জুন ভোটের ফলাফল (Lok Sabha Election 2024) প্রকাশের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

[আরও পড়ুন: অজ্ঞাতপরিচয় দেহ চিনতে ভরসা দাঁত! লালবাজারে সংগ্রহশালা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলার আট-সহ দেশের মোট ৯৬টি লোকসভা কেন্দ্রে ভোটাভুটি।
  • কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে ভোট।
  • চতুর্থ দফায় রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী।
Advertisement