সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে রাজ্যে ভোট লুটের চেষ্টা করছে বিজেপি, প্রথম দফার ভোটের দিন বিস্ফোরক দাবি মমতার। শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক বাজারে নির্বাচনী প্রচার করেন। ওই মঞ্চ থেকে এমন অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)।
এবার লোকসভা নির্বাচনে(Lok Sabha Election 2024) বাংলার প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। বুথের বাইরে পাহারার দায়িত্বে রাজ্য পুলিশ। তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মমতা। তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালোবাসি। আমি ওদের বিরুদ্ধে নয়। কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে। আমি একটা কথা ইংরেজিতে বলব। যাতে কথাটা নির্বাচন কমিশনের কানে পৌঁছয়। আমার প্রশ্ন, উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন? কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। তা হলে কী করে আমরা পক্ষপাতহীন ভোট হচ্ছে বলে বিশ্বাস করব?’’ তাঁর হুঁশিয়ারি, "আমি সব প্রমাণ পেয়ে গিয়েছি। যদি ভোট লুট হয়, শেষ পর্যন্ত লড়ে যাব।"
[আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকেও এবার সাপ্লির সুযোগ, নয়া নিয়ম জানাল শিক্ষা সংসদ]
ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক অধিকার কেউ কেড়ে নিতে চাইলে তার বিরুদ্ধে হাতা, খুন্তি হাতে রুখে দাঁড়ানোর নিদানও দেন তিনি। নির্বাচনী প্রচারসভায় আসা মহিলাদের উদ্দেশে তিনি বলেন, "আমি জানি আপনাদের হাতা, খুন্তির অনেক জোর। ভোটের দিন তৈরি থাকতে হবে। ওরা বাধা দিতে এলে 'জয় বাংলা' স্লোগান দেবেন।" বিজেপির অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাজ করে বলে আগেও অভিযোগ করেছেন মমতা। তবে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এমন অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।