সুমন করাতি, হুগলি: বর্ষবরণের রাতে সাউন্ড বক্স বাজানো নিয়ে বিবাদ চরমে ওঠে। তার জেরে 'খুন' হতে হল বছর ২৫-এর এক যুবককে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চাঁপাদানি এলাকায়। রাতের ওই ঘটনা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ওমপ্রকাশ রাজভর (২৫)। গতকাল রাতে চাঁপদানির ফেসুয়াবাগান এবিএস ক্লাবের মাঠে ফুটবল প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পরেও তারস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল বলে অভিযোগ। মাঠের পাশেই বাড়ি ওমপ্রকাশদের। অসুবিধা হওয়ায় রাত সাড়ে এগারোটা নাগাদ মাঠে গিয়ে ওই বক্স বন্ধ করে দেন ওই যুবক। আর সেখান থেকে গণ্ডগোলের সূত্রপাত। সেই সময় মাঠে খুব একটা বেশি লোকজনও ছিল না। রোহিত বেনবনসি নামে এক ব্যক্তি কয়েকজনকে নিয়ে ওই মাঠে যান। তাঁরা সকলেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ। কেন বক্স বন্ধ করা হয়েছে? সেই নিয়ে তাঁরা হল্লা জুড়ে দেন।
তাঁরা ফের বক্স বাজাতে চান। ওমপ্রকাশের উপর রীতিমতো চড়াও হন সকলে। মাঠের মধ্যেই শুরু হয় তুমুল বচসা। বিবাদ চলাকালীন ছুরি দিয়ে ওমপ্রকাশকে একাধিক বার আঘাত করা হয়। আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যান ওমপ্রকাশ। মদ্যপরা দ্রুত এলাকা থেকে পালান। স্থানীয়রা মাঠ থেকে ওই যুবককে উদ্ধার করে দ্রুত চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্ষবরণের রাতে এই ঘটনায় গোটা এলাকায় বিষাদের নেমেছে।
পুলিশ দ্রুত ঘটনার তদন্তে নেমে রাতেই মূল অভিযুক্ত রোহিত বেনবনসিকে গ্রেপ্তার করে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। আজ বুধবার সকালে পুলিশ ওই মাঠে গিয়ে অকুস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। মৃত ওই যুবক চাঁপদানির ডালহৌসি জুটমিলে কাজ করতেন। তাঁর বাবা রামচন্দ্র রাজভর নর্থব্রুক জুটমিলের শ্রমিক। ওমপ্রকাশের দাদা আনমোল রাজভর অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, রাতে নিজেদের মধ্যে বচসা থেকে ছুরি মেরে একজনকে 'খুন' করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।