shono
Advertisement

Breaking News

Tamil Nadu

পোশাকের আড়ালে থরে থরে নোটের বান্ডিল! ভোটমুখী কেরলের পথে ১৪ লক্ষ-সহ আটক অভিযুক্ত

বেঢপ পোশাক দেখেই সন্দেহ হয় অফিসারদের!
Posted: 02:23 PM Apr 23, 2024Updated: 05:35 PM Apr 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোশাকের ভিতরে টাকার বান্ডিল! কত টাকা? গুনে দেখা গেল ১৪ লক্ষ! ভোটমুখী কেরলে যাওয়ার পথে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করা হল তামিলনাড়ুতে (Tamil Nadu)। স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে এমন ঘটনায়। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, অভিযুক্ত তরুণের নাম ভিনো। তিনি বাসে করে কেরলে যাচ্ছিলেন। ওয়ালার চেক পোস্টে চেকিংয়ের সময় অফিসারদের নজর পড়ে ভিনোর পোশাকের দিকে। সন্দেহ হয় বেঢপ পোশাক দেখে। বাস থেকে নামিয়ে তল্লাশি করা হয় তাঁর। আর তখনই ধরা পড়ে শার্টের ভিতরে সারিবদ্ধ তাড়া তাড়া নোট! দেখা যায় সবশুদ্ধ ১৪ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত।

[আরও পড়ুন: ইরানের পর হেজবোল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইজরায়েল, পালটা দিল তেল আভিভও]

নির্বাচনী বিধি অনুযায়ী, নগদ ৫০ হাজার টাকার বেশি সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু যদি একান্তই নিতে হয়, তাহলে উপযুক্ত নথি সঙ্গে রাখতে হবে। কিন্তু অভিযুক্ত ব্যক্তির কাছে তেমন কিছু পাওয়া যায়নি। ইতিমধ্যেই ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। খবর দেওয়া হয়েছে আয়কর দপ্তরকে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, আগামী শুক্রবার ২৬ মার্চ কেরলে (Kerala) লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ভোটের আগে চূড়ান্ত কড়াকড়ি কেরল সংলগ্ন রাজ্যের সীমানায়। চলছে কড়া তল্লাশি। এর মধ্যেই নগদ ১৪ লক্ষ টাকা সঙ্গে রেখে ধরা পড়লেন ওই ব্যক্তি।

[আরও পড়ুন: সুগার লেবেল ৩০০ পার, দীর্ঘ টালবাহানা শেষে তিহাড়ে প্রথম ইনসুলিন পেলেন কেজরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটমুখী কেরলে যাওয়ার পথে এক বাসযাত্রীকে গ্রেপ্তার করা হল তামিলনাড়ুতে।
  • অফিসারদের সন্দেহ হয় তাঁর বেঢপ পোশাক দেখে। বাস থেকে নামিয়ে তল্লাশি করা হয় তাঁর।
  • আর তখনই ধরা পড়ে শার্টের ভিতরে সারিবদ্ধ তাড়া তাড়া নোট! দেখা যায় সবশুদ্ধ ১৪ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত।
Advertisement