shono
Advertisement

Breaking News

Beant Singh

এই নিয়ে তৃতীয়বার, লোকসভা নির্বাচনে লড়বেন ইন্দিরার হত্যাকারীর ছেলে

কোনওবারই জিততে পারেননি, তবু ফের ভোটে দাঁড়াচ্ছেন তিনি।
Posted: 03:54 PM Apr 12, 2024Updated: 03:54 PM Apr 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে (Lok Sabha Election 2024) লড়বেন ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) হত্যাকারীর ছেলে! সর্বজিৎ সিং খালসা নামের ওই ব্যক্তি পাঞ্জাবের (Punjab) ফরিদকোট থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন। তাঁর বাবা বিয়ন্ত সিং ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্যতম হত্যাকারী। তবে এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে বহুজন সমাজবাদী পার্টির টিকিটেও সর্বজিৎ ভোটে লড়েছেন। লড়েছিলেন ২০১৪ সালেও। তার আগে ২০০৭ সালে বিধানসভা নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু কোনওবারই জিততে পারেননি। তবু এবারও ৪৫ বছরের সর্বজিৎ ভোটে দাঁড়িয়েছেন।

Advertisement

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করতে পারেননি। কিন্তু বিপুল ধনসম্পত্তির মালিক সর্বজিৎ। ২০১৪ সালে নির্বাচনে লড়ার সময় তিনি তাঁর সম্পত্তি ঘোষণা করেছিলেন। দেখা যায় সব মিলিয়ে সাড়ে তিন কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক সর্বজিৎ। তাঁর মা বিমল কউর ও ঠাকুর্দা সুচা সিং ১৯৮৯ সালে লোকসভা নির্বাচনে লড়ে সাংসদ হন যথাক্রমে রোপার ও বাথিন্ডা থেকে।

[আরও পড়ুন: ‘কাঁথিতে কোন পরিবার দুষ্কৃতীদের আশ্রয় দেয়?’ জঙ্গি গ্রেপ্তারি কাণ্ডে অধিকারীদের নিশানা তৃণমূলের]

প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করেন তাঁর দুই দেহরক্ষী বিয়ন্ত সিং ও সতবন্ত সিং। জানা যায়, বিয়ন্ত ইন্দিরাকে গুলি চালানোর পর নিজের হাতের আগ্নেয়াস্ত্র ছুড়ে ফেলে দেন। এবং বলে ওঠেন, ''আমার যা করার ছিল করেছি। এবার তোমাদের যা ইচ্ছা তা করতে পারো।'' পরে এক রক্ষীর কথায় উত্তপ্ত হয়ে জলের পাত্র ছুড়ে মারেন তিনি। এরপরই অন্য রক্ষীদের গুলিতে ঝাঁজরা হয়ে যান বিয়ন্ত। অন্য হত্যাকারী সতবন্তকে পরে ফাঁসি দেওয়া হয়।

[আরও পড়ুন: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে বাংলা যোগ! রাজ্যে NIA-র জালে দুই চক্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচনে লড়বেন ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে!
  • সর্বজিৎ সিং খালসা নামের ওই ব্যক্তি পাঞ্জাবের ফরিদকোট থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন।
  • তাঁর বাবা বিয়ন্ত সিং ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্যতম হত্যাকারী।
Advertisement