অর্ক দে, বর্ধমান: ভোটের (Lok Sabha Elections 2024) প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁকে উদ্দেশ করে উঠল 'গো ব্যাক' স্লোগান। কিন্তু দিলীপ যে দিলীপেই রয়েছেন, এদিন ফের তা বুঝিয়ে দিলেন তিনি। বললেন, "হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার।"
দেশজুড়ে চলছে নির্বাচন। আজ অর্থাৎ শুক্রবার দ্বিতীয় দফায় উত্তরের তিন আসনে চলছে ভোটগ্রহণ। এদিকে রাজ্য জুড়ে জমিয়ে প্রচার করছেন অন্যান্য আসনের প্রার্থীরা। অন্যদিনের মতোই শুক্রবার সকালেও প্রচারে বের হন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রোড শো-ও করেন তিনি। সূত্রের খবর, সেখানেই একদল দিলীপকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তোলে। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে চুপ থাকার লোক তো নন দিলীপ। পালটা দিলেন তিনি। বললেন, "হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার।" অর্থাৎ হাবেভাবেই বুঝিয়ে দিলেন, এসব বিষয়কে গুরুত্বই দেন না তিনি।
[আরও পড়ুন: বুলেটে ব্যালট রোখার ছক জেহাদিদের! ভোটের কাশ্মীরে খতম লস্কর জঙ্গি]
প্রসঙ্গত, দিনকয়েক আগে দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিয়েছিলেন দিলীপ। অভিযোগ, সেইসময় বেশ কিছুজন তাঁর কাছে যান। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে মূলত অভিযোগ জানাতে যান তাঁরা। তবে দিলীপ ঘোষ তাঁদের কোনও কথাই শোনেননি বলেই অভিযোগ। তাতে ক্ষুব্ধ হন স্থানীয়রা। সেই সময় দিলীপ ঘোষকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তাঁরা। এবার ফের বিক্ষোভের মুখে দিলীপ।