সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে ভোট দিতে গিয়ে বুথে ভিড়ের মুখে পড়লেন কমল হাসান (Kamal Haasan)। মাক্কাল নিধি মাইয়াম দলের সুপ্রিমো লোকসভার প্রথম দফায় সাতসকালে চেন্নাইয়ের কোয়াম্বেড়ু কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে ছেঁকে ধরল ভক্তরা। শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বেরতেই অনুরাগীরা ভিড় জমালেন কমল হাসানের কাছে।
দাক্ষিণাত্য সুপারস্টারের রাজনৈতিক দল এবারের লোকসভায় লড়ছে না। ডিএমকে দলকে সমর্থন করছে মাক্কাল নিধি মাইয়াম। দিন কয়েক আগে ভোটপ্রচারের ময়দানে সোজাসুজি হুঙ্কার ছাড়েন, “মোদি হঠাও, দেশ বাঁচাও।” ২০১৯ সালে মাক্কাল নিধি মাইয়াম লোকসভা ভোটে তামিলনাড়ুর ৩৯টির মধ্যে ৩৭টি আসনে প্রার্থী দিয়েছিল কমল হাসানের দল। কিন্তু একটিতেও জিততে পারেনি মাক্কাল নিধি মাইয়াম। সর্বসাকুল্যে সাড়ে তিন শতাংশ ভোট পেয়েছিল। অন্যদিকে একুশের বিধানসভা ভোটে কোয়েম্বাটুর দক্ষিণ কেন্দ্র থেকে মাক্কাল নিধি মাইয়ামের সুপারস্টার সুপ্রিমো লড়লেও প্রায় দেড় হাজার ভোটের মার্জিনে বিজেপি-এডিএমকে জোট প্রার্থীর কাছে পরাস্ত হন। তাই এবারের লোকসভায় প্রার্থী দেননি কমল হাসান। তবে শুক্রবার প্রথম দফার দিন গণতন্ত্রের উৎসবে শামিল হলেন তিনি। পরনে সাদা-মাটা গেঞ্জি। নির্বাচনী প্রথা সেরেই ভোটচিহ্ন দেখিয়ে পোজ দিলেন ক্যামেরার সামনে।
[আরও পড়ুন: ‘জুতোটাও তো বাবার পয়সায় কেনো!’, অনিলপুত্রকে মারাত্মক ট্রোল, পালটা দিলেন হর্ষবর্ধন]
অন্যদিকে এদিন চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজে ভোট দিতে গিয়ে ভিড়ের চাপে পড়েন রজনীকান্ত। মেগাস্টার রজনীকান্ত (Rajinikanth)। দাক্ষিণাত্যভূমের হলেও সুপারস্টার গোটা দেশে তাঁর ভক্তের সংখ্যা অগণিত। সিনেমার বাইরে গিয়েও ‘মানুষ’ রজনী আন্নাকে সকলে শ্রদ্ধা-সমীহ করে চলেন। আর সেই মানুষটিরই কিনা ভোট দিতে গিয়েও শান্তি নেই! গোটা টিম নিয়ে কড়া নিরাপত্তাবলয়ে ভোট দিতে গিয়েছিলেন, রজনীকে দেখেই জনজোয়ার ছুটে আসে। ভোট দিয়ে বেরিয়েই তিনি বলেন, "সকলে নিজের অধিকার প্রয়োগ করুন। ভোট দিইনি বলা কিন্তু গর্ব করার বিষয় নয়। প্রত্যেক নাগরিকের উচিত ভোটাধিকার প্রয়োগ করা।" এদিকে বিজয় সেতুপতিকে দেখা গেল ভোট দিতে গিয়ে বুথে সকলের সঙ্গে আড্ডা দিতে।