সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকদিন। অযোধ্যায় (Ayodhya) রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ঘিরে উদ্দীপনা বেড়েই চলেছে। পাশাপাশি আলোচনায় রয়েছে লোকসভা নির্বাচনও। এই পরিস্থিতিতে মন্দিরের প্রধান পুরোহিত দাবি করলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং রামলালার অভিষেক দুটোই ‘শুভ’ হবে। সেই সঙ্গে আচার্য সত্যেন্দ্র দাসের ঘোষণা, কেবল শান্তিই নয়, অযোধ্যায় রামরাজ্য প্রতিষ্ঠিত হতে চলেছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলার সময় আচার্য সত্যেন্দ্র দাস বলেন, ”কেবল শান্তিই নয়, রামরাজ্য প্রতিষ্ঠিত হবে। রামলালা গর্ভগৃহে অধিষ্ঠিত হবেন।” পাশাপাশি সংস্কৃত শ্লোকও বলেন তিনি। জানান, ”রামরাজ্য বৈঠে ত্রিয়ালোকা, হর্ষিত ভাই, গয়ে সব শোকা।” অর্থাৎ শোক, যন্ত্রণা ও টেনশন সব অন্তর্হিত হবে। সকলেই সুখী হবেন।
[আরও পড়ুন: যাঁকে তাঁকে যোগদান করানো নয়, দল ভাঙানোর আগেই ‘শুদ্ধিকরণ’ চাইছে বিজেপি, গড়া হল কমিটি]
পাশাপাশি নতুন বছর নিয়েও তাঁর মন্তব্য, ”নতুন বছর খুবই তাৎপর্যপূর্ণ। আর তা এই জন্যই তাৎপর্যপূর্ণ, যেহেতু ২২ জানুয়ারি রামলালা অধিষ্ঠিত হবেন। আর তা দেশের মানুষদের জন্য দারুণ উপকারী হবে।” তাঁর এহেন সব মন্তব্যকে উল্লেখযোগ্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দেশের নির্বাচনের ঠিক আগে রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধনকে যে বিজেপি (BJP) ‘তাস’ হিসেবে ব্যবহার করবে এই অভিযোগ বহুদিন ধরেই করছেন বিরোধীরা। ধর্ম ও রাজনীতির এই সহাবস্থানের সুরই যেন লক্ষ করা গেল মন্দিরের প্রধান পুরোহিতের কথাতেও।
প্রসঙ্গত, রামমন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, টানা সাতদিন ধরে চলবে রামলালা প্রতিষ্ঠার অনুষ্ঠান। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২২ জানুয়ারি অনুষ্ঠান শেষ হবে। কী কী উৎসব এই সাতদিনে, তার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ।