shono
Advertisement

Breaking News

Lok Sabha Polls 2024

মন্দির রাজনীতির প্রভাব পড়বে পুরীতে? জগন্নাথধামে কোন দিকে বইছে হাওয়া?

জেনে নিন গ্রাউন্ড রিপোর্ট কী বলছে?
Posted: 03:48 PM Apr 19, 2024Updated: 06:12 PM Apr 19, 2024

ঋষভ রায়চৌধুরী, পুরী: এবারের লোকসভা নির্বাচনে(Lok Sabha Polls 2024) ফোকাসে মন্দির রাজনীতি। শাসক-বিরোধী সব পক্ষই মন্দির রাজনীতিতে মেতে উঠেছে। আর সেই মন্দির রাজনীতির ময়দানে অন্যতম মুখ্য তীর্থ, জগন্নাথধাম পুরী। তবে যে স্থানের ধর্মীয় বীজ মানুষের শেকড়ে, সেখানে নতুন করে মানুষকে ধর্মের রাজনীতি বোঝানো কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Advertisement

পুরীর রাজনৈতিক সমীকরণ অনেকটাই ঘোরাফেরা করে পুরীর মন্দিরকে কেন্দ্র করে। কারণ এই কেন্দ্রের ৯৬% শতাংশ মানুষ হিন্দু। তবে ভারতের বিরল কেন্দ্রগুলির মধ্যে এটি অন্যতম। কারণ হিন্দুত্বের কার্ড এখানে জনসাধারণ গ্রহণ করেন না বলেই রাজনৈতিক মহল মনে করে। অতীত নির্বাচনী ফলাফলই এর প্রমাণ।

[আরও পড়ুন: ‘দক্ষিণেও মোদি ম্যাজিক, ফলেই দেখতে পাবেন’, মনোনয়ন জমা দিয়ে ‘চারশো পারে’র হুঙ্কার শাহর]

অতীত ফলাফল:
২০১৯ লোকসভা ভোটে পুরী কেন্দ্রে ১১,৭১৪ ভোটে বিজেপির সম্বিত পাত্রকে হারিয়েছিলেন বিজু জনতা দলের পিনাকী মিশ্র (BJD)। তার আগে ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজেডি এই আসনে জিতেছে।

প্রার্থী পরিচয়:
এবারের লোকসভায় বিজেপি ফের তাদের মুখপাত্র সম্বিত পাত্রের উপরই ভরসা রেখেছে। তবে এই কেন্দ্রে প্রার্থী বদল করেছে ওড়িশার শাসকদল। পুরী কেন্দ্রে বিজেডির প্রার্থী অরূপ পট্টনায়েক। মুম্বই পুলিশ কমিশনার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন অরূপ।

গ্রাউন্ড রিপোর্ট কী বলছে?
২০২৪ হতে চলেছে দুই ভূমিপুত্রের লড়াই। নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল পিনাকী মিশ্রর বিরুদ্ধে। কিন্তু সেগুলি ফ্যাক্টর হবে না বলেই মনে করছেন শ্রীক্ষেত্রের মানুষ। আবার একাংশের দাবি, অরূপ পট্টনায়েকের চেয়ে 'ঘরের ছেলে' সম্বিত পাত্র অনেক বেশি পরিচিত মুখ। গতবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিলেন তিনি। খুব বেশি ভোটেও হারেননি। দুই দলই জনসংযোগ চালাচ্ছে জোরকদমে। সম্বিত পাত্র, রোজ চায় পে চর্চা থেকে জনসংযোগ করছেন। সেই তুলনায় অরূপ পট্টনায়েক রাজনীতির ময়দানে নিউকামার। গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী, সম্বিত পাত্র এগিয়ে আছেন এই নির্বাচনে। কিন্তু সেই জয়ে একমাত্র বাধা নবীন পট্টনায়েক। ওই শাঁখ চিহ্নকে ওড়িশার মানুষ অন্ধের মতো ভরসা করে। এছাড়াও নবীন পট্টনায়েক সরকার পুরী শহরের ভোল বদলে দিয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা মানুষ চট করে ভুলবে না। এছাড়াও ওড়িশা সরকারের তৈরি সদ্য উদ্বোধন হওয়া পুরীর মন্দিরে প্রদক্ষিণ প্রকল্প অবশ্যই অরূপ পট্টনায়েকের পক্ষে যাবে। যে-ই জিতুন, 'জগন্নাথ' কার্ডেই পুরী দখল করবেন।
তবে শেষ হাসি হাসবে কে, জানা যাবে ৪ তারিখ।

[আরও পড়ুন: একজনের ৭১৬ কোটি, একজনের সম্বল মোটে ৩২০ টাকা! বিস্তর ফারাক প্রথম দফার প্রার্থীদের সম্পত্তিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement