সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘অহংকারী রাবণ’ মন্তব্যের জবাবে পালটা দিলেন মোদি (PM Modi)। বৃহস্পতিবার অনাস্তা প্রস্তাবের জবাবি ভাষণে প্রধানমন্ত্রীর দাবি, অহংকারের ফলেই কংগ্রেসও আজ ৪০০ থেকে ৪০ আসনে পৌঁছেছে। পাশাপাশি রাহুলের ‘মহব্বত কি দুকানে’র জবাবে জানিয়ে দিলেন, কংগ্রেস ‘লুট কি দুকান, ঝুট কা বাজার’ খুলেছে। আর সেই দোকানেও শিগগিরি তালা পড়বে।
প্রসঙ্গত, গতকাল বুধবার রাহুল বলেছিলেন, ”লঙ্কায় আগুন হনুমান লাগায়নি। রাবণের অহংকারই সেই আগুন লাগিয়েছিল।” তিনি তোপ দেগে বলেন, ”গোটা দেশে কেরোসিন ছড়াচ্ছেন মোদি।” এদিন সেই কথার অনুসঙ্গ টেনে মোদি বলেন, ”লঙ্কাকে রাবণের অহঙ্কার ডুবিয়েছে এটা ঠিক কথা। যেমন কংগ্রেসকেও ডুবিয়েছে। রামরূপী জনতা ৪০০ থেকে ৪০-এ নামিয়ে এনেছে ওদের।”
[আরও পড়ুন: সংসদে দেড় ঘণ্টা ভাষণের পর মোদির মুখে মণিপুর প্রসঙ্গ, কী বললেন প্রধানমন্ত্রী?]
একই ভাবে রাহুলের ‘মহব্বত কি দুকান’ মন্তব্যকেও খোঁচা মেরে মোদি বলেন, ”ওঁরা বলছেন, আমরা ঘৃণার দোকান এবং ওঁরা ভালবাসার দোকান। কিন্তু ওঁদের দোকান লুটের আর বাজার মিথ্যের। ওদের দোকানে শিগগিরি তালা পড়বে। ওরা ভারতের দেউলিয়া হওয়ার গ্যারান্টি। কিন্তু আমরা দেশকে বিশ্বের তৃতীয় অর্থনীতি হিসেবে গড়ে তুলব।”