shono
Advertisement

চোখের নিমেষে আপনাকে কলকাতা থেকে মুম্বই নিয়ে যেতে আসছে ‘হাইপারলুপ’

ভারতে পাঁচটি লাইন গড়বে হাইপারলুপ ওয়ান৷ The post চোখের নিমেষে আপনাকে কলকাতা থেকে মুম্বই নিয়ে যেতে আসছে ‘হাইপারলুপ’ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:50 PM Mar 05, 2017Updated: 09:20 AM Mar 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাইপারলুপ’ প্রযুক্তি এখনও বাণিজ্যিকভাবে দিনের আলো না দেখলেও রেলমন্ত্রী সুরেশ প্রভু আশাবাদী, দ্রুতই ওই যুগান্তকারী প্রযুক্তি ভারতীয় রেল ব্যবস্থায় বিপ্লব ঘটাবে৷ স্তম্ভের উপর ভ্যাকুয়াম টিউব বসিয়ে তার ভিতর দিয়ে ট্র্যাভেল পডে চেপে চোখের নিমেষে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যাওয়া যাবে হাইপারলুপ প্রযুক্তির মাধ্যমে৷ লস অ্যাঞ্জেলেসের সংস্থা হাইপারলুপ ওয়ান ঘোষণা করেছে, ভারতে পাঁচটি নয়া লাইন তৈরি করা হবে৷ কোন শহরে আগে এই প্রযুক্তি পাবে, সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে সংস্থা তরফে৷

Advertisement

প্রস্তাবিত লাইনগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু- চেন্নাই, মুম্বই-কলকাতা, মুম্বই-বেঙ্গালুরু৷ সংস্থার দাবি, হাইপারলুপ প্রযুক্তির মাধ্যমে মুম্বই থেকে কলকাতা (ভায়া চেন্নাই) যেতে সময় লাগবে মাত্র ২২০ মিনিট৷ বেঙ্গালুরু থেকে চেন্নাই (৩৩৪ কিলোমিটার) যেতে সময় লাগবে ২০ মিনিট৷ মুম্বই, চেন্নাইয়ের মতো উপকূলবর্তী শহরগুলিকে সুয়াজ ক্যানালের মতো পথ তৈরি করে টিউবের মধ্যে দিয়ে ছুটবে ট্র্যাভেল পড৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু শনিবার চেন্নাইতে এক অনুষ্ঠানে জানিয়েছেন, হাইপারলুপ প্রযুক্তি নিয়ে কেন্দ্র বিশেষ উৎসাহিত৷ চলতি সপ্তাহেই মার্কিন উদ্যোগপতি ও আবিষ্কর্তা ইলন মাস্কের সংস্থার কর্তারা নীতি আয়োগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন৷

প্রভু আরও জানিয়েছেন, এর পাশাপাশি সেমি হাইস্পিড ও হাইস্পিড ট্রেন নিয়েও একগুচ্ছ নয়া পরিকল্পনা রয়েছে কেন্দ্রের৷ বর্তমান লাইনগুলিতেও কীভাবে ট্রেনের গতি বাড়ানো যায়, সেই বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে৷ তবে হাইপারলুপ প্রযুক্তি আমদানি করবে না ভারত৷ ওই প্রযুক্তির পথচলা শুরুই হবে এ দেশে, স্পষ্ট করেছেন প্রভু৷ ইতিমধ্যেই হাইস্পিড রেল ও করিডর নিয়ে ভারতের সঙ্গে জাপান, কোরিয়া, জার্মানি ও চিনের একাধিক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে৷ হাইপারলুপ ওয়ান সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান শেরভিন পিশেভর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ভৌগলিক দিক থেকে ভারতই হাইপারলুপ প্রযুক্তির নেটওয়ার্ক গড়ে তোলার পক্ষে আদর্শ৷

কোথায় ভোট দেবেন আপনার প্রিয় শহরের জন্য? দেখুন ভিডিও:

The post চোখের নিমেষে আপনাকে কলকাতা থেকে মুম্বই নিয়ে যেতে আসছে ‘হাইপারলুপ’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement