shono
Advertisement

Breaking News

Paris Olympics 2024

অলিম্পিকে ভারতের সম্ভাব্য পদকজয়ী: টোকিওর ব্রোঞ্জ পদকের রং বদলে সোনা পাবেন লভলিনা?

নতুন বিভাগে আরও বেশি সাফল্য মিলবে, আশায় লভলিনা।
Published By: Anwesha AdhikaryPosted: 10:48 PM Jul 24, 2024Updated: 10:48 PM Jul 24, 2024

লভলিনা বরগোহাঁই
ইভেন্ট–বক্সিং
অলিম্পিকে সেরা ফল- ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ
২০২৩ বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাজয়ী
২০২৩ এশিয়ান গেমসে রুপো

Advertisement


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকের মঞ্চ থেকে ভারতকে পদক এনে দেওয়া তৃতীয় বক্সার তিনি। তবুও মেরি কম আর নিখাত জারিনের তারকা দ্যুতির সামনে বারবার ফিকে হয়ে যান। তবে এবার ভারতের পদক সম্ভাবনার তালিকায় উপরের দিকেই জ্বলজ্বল করছে তাঁর নাম- লভলিনা বরগোহাঁই। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার এবার পদকের রং বদলে নেওয়ার লক্ষ্য নিয়ে নামবেন প্যারিসে।

মেরি কমের উত্তরসূরি হিসাবে নিখাত জারিনের নাম নিয়ে হইচইয়ের মধ্যেই ২০২০ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন অসমের মেয়ে লভলিনা (Lovlina Borgohain)। তার পর থেকে অবশ্য ভারতের বক্সিং দুনিয়ায় চর্চায় উঠে এসেছে তাঁর নাম। তিনিই অসমের প্রথম মহিলা যাঁর ঝুলিতে রয়েছে অলিম্পিক মেডেল। টোকিওর সাফল্যের পরে আরও একাধিক মেডেল এসেছে তাঁর ক্যাবিনেটে।

[আরও পড়ুন: অলিম্পিকের শুরুতেই হোঁচট বিশ্বচ্যাম্পিয়নদের! মরক্কোর বিরুদ্ধে ড্র করল আর্জেন্টিনা

২০২২ সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর সেবছরের কমনওয়েলথ গেমসে হতাশ করেন লভলিনা। পদক জিততে পারেননি। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। সেবছর এশিয়ান গেমসে তাঁর গলায় শোভা পায় রুপোর পদক।

এবার অলিম্পিকে (Paris Olympics 2024) নতুন বিভাগে নামছেন লভলিনা। ৬৯ কেজিতে ব্রোঞ্জ জিতেছিলেন। কিন্তু এবার সেই বিভাগ না থাকায় লভলিনা নামবেন ৭৫ কেজি বিভাগে। বেশ খানিকটা লম্বা হওয়ার দরুণ নতুন বিভাগে নেমে নিজের উচ্চতাকে ভালোমতো কাজে লাগাতে পারবেন লভলিনা, এমনটাই মত বিশেষজ্ঞদের। তাহলে কি এবার টোকিওর থেকেও ভালো ফলাফল করবেন অসমের মেয়ে? আশায় বুক বাঁধছে দেশবাসী।

[আরও পড়ুন: অলিম্পিকে করোনা আক্রান্ত বেড়ে ৫, আইসোলেশন সত্ত্বেও অনুশীলনে হাজির অ্যাথলিটরা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেরি কমের উত্তরসূরি হিসাবে নিখাত জারিনের নাম নিয়ে হইচইয়ের মধ্যেই ২০২০ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন অসমের মেয়ে লভলিনা।
  • ২০২২ সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর সেবছরের কমনওয়েলথ গেমসে হতাশ করেন লভলিনা।
  • বেশ খানিকটা লম্বা হওয়ার দরুণ নতুন বিভাগে নেমে নিজের উচ্চতাকে ভালোমতো কাজে লাগাতে পারবেন লভলিনা, এমনটাই মত বিশেষজ্ঞদের।
Advertisement