সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসপয়লায় মধ্যবিত্তদের জন্য সুখবর৷ বেশ কয়েকমাস পর আবারও কমল রান্নার গ্যাসের দাম৷ সিলিন্ডার প্রতি ১০০ টাকা ৫০ পয়সা দাম কমেছে রান্নার গ্যাসের। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম আর ডলারের দাম কমায় গ্যাসের দামে বড়সড় মূল্যহ্রাস ঘটেছে। তার জেরেই কমেছে গ্যাসের দাম৷ ১ জুলাই, সোমবার থেকেই কার্যকর নতুন দাম৷
[ আরও পড়ুন: মেধাবী হওয়ার ‘শাস্তি’, বোনকে ধর্ষণ করে হোয়াটসঅ্যাপে ভিডিও ছড়াল ৪ দাদা]
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি কমে দাঁড়াল ৬৩৭ টাকা। আগে ভরতুকিহীন গ্যাস কেনার জন্য গৃহস্থদের ৭৩৭.৫০ টাকা খরচ করতে হত৷ ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমেছে প্রায় ১৪২.৬৫ টাকা৷ বর্তমানে ভরতুকিযুক্ত গ্যাস কেনার জন্য আমজনতাকে ৪৯৪.৩৫ টাকা খরচ করতে হবে। ১ জুলাই মধ্যরাত থেকেই নতুন এই দাম কার্যকর৷ বাজেট ঘোষণার আগেই গ্যাসের দাম কমায় কিছুটা হলেও স্বস্তিতে মধ্যবিত্ত গৃহস্থরা৷
[ আরও পড়ুন: শর্ট স্কার্ট পরে ঢোকা যাবে না ইমামবাড়ায়, নিদান লখনউয়ের জেলাশাসকের]
এর আগে ১ জুন থেকেই ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে গিয়েছিল। কলকাতায় ভরতুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ৭৬৩ টাকা ৫০ পয়সা। যাঁরা ভরতুকি পান, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ২৬২ টাকা ৯৮ পয়সা পেয়েছিলেন। তবে নন-ডোমেস্টিক সিলিন্ডারের (১৯ কিলো) দাম ছিল একইরকম৷ সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে। এর ঠিক এক মাসের মধ্যেই এক ধাক্কায় অনেকটাই কমল ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতেই এই সুখবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ৷
The post মধ্যবিত্তদের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম appeared first on Sangbad Pratidin.