সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একা পেট্রল-ডিজেলে রক্ষা নেই এলপিজি দোসর৷ টানা ১৬ দিনের পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা এখনও সামলাতে পারেনি মধ্যবিত্ত, এরই মধ্যে নতুন কোপ৷ এক ধাক্কায় অনেকটা বাড়ল গ্যাসের দাম৷ সিলিন্ডারপ্রতি ৪৮ টাকা বাড়ল ভরতুকিহীন গ্যাসের দাম। ভরতুকিযুক্ত সিলিন্ডারের দাম বাড়ল ২.৩৪ পয়সা। এদিনের মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় গৃহস্থালির কাজে ব্যবহৃত ভরতুকিযুক্ত সিলিন্ডারের দাম হল ৪৯৬.৬৫ টাকা। ভরতুকিহীন সিলিন্ডারের দাম হল ৭২৩.৫০ টাকা। দেশের চার মহানগরের মধ্যে দাম সবচেয়ে বেশি কলকাতাতেই৷
[দেশজুড়ে ১০ দিন ধর্মঘটের ডাক কৃষকদের, খাদ্য সংকটের আশঙ্কা]
দিল্লিতে ভরতুকিযুক্ত গ্যাসের দাম দাঁড়িয়েছে ৪৯৩.৫৫ টাকা, মুম্বইয়ে সিলিন্ডার প্রতি দাম ৪৯১.৩১ টাকা এবং চেন্নাইতে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বেড়ে হয়েছে ৪৮১.৮৪ টাকা৷ এই মূল্যবৃদ্ধি অবশ্য নতুন কিছু নয়৷ কারণ গতবছর জুন মাস থেকেই প্রতিমাসে ৪ টাকা করে গ্যাসের দাম বাড়ানো হবে বলে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র৷ লক্ষ্য ছিল, ২০১৯-এর আগে রান্নার গ্যাসে ভরতুকি পুরোপুরি তুলে দেওয়া৷ কিন্তু পরে বিরোধীদের চাপে পড়ে সেই নির্দেশিকা প্রত্যাহার করা হয়৷ কিন্তু তা সত্ত্বেও মূল্যবৃদ্ধি প্রায় নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷
[মাদক নয় সোনা পাচার করুন, উপদেশ দিয়ে বিপাকে বিজেপি বিধায়ক ]
প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার আওতায় কয়েক কোটি গরিব পরিবারকে এলপিজি পরিষেবার আওতায় আনা হয়েছে বলে দাবি করে কেন্দ্র৷ এর ফলে বাজারে রান্নার গ্যাসের চাহিদা আগের তুলনায় অনেকটাই বেড়েছে, সে তুলনায় বাড়েনি জোগান৷ ফলে এই মূল্যবৃদ্ধি প্রত্যাশিতই ছিল৷ কর্ণাটকের ভোটের পর থেকে লাগাতার ১৬ দিন দাম বেড়েছে পেট্রলের৷ পেট্রল ৮০ পেরিয়েছে, ডিজেল পেরিয়েছে ৭০-এর গণ্ডি৷ যদিও, শেষ তিনদিনে কিছুটা লাগাম লাগানো গিয়েছে পেট্রোপণ্যের দামে৷ নামমাত্র হলেও কমানো হয়েছে দাম৷ বুধবার কমেছিল এক পয়সা, বৃহস্পতিবার কমানো হয়েছিল ৭ পয়সা প্রতি লিটারে৷ শুক্রবার প্রতি লিটারে পেট্রলের দাম কমানো হয়েছে ৬ পয়সা, ডিজেলের দাম কমানো হয়েছে ৫ পয়সা৷ আজ কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দাম ৮০.৯২ টাকা, ডিজেলে লিটারপ্রতি দাম ৭১.৭৫ টাকা
The post ফের মধ্যবিত্তর হেঁশেলে কোপ, একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম appeared first on Sangbad Pratidin.