shono
Advertisement

Breaking News

আদালতের নির্দেশে এখন একটি আস্ত ট্রেনের মালিক এই কৃষক

প্রশ্ন হল, ট্রেনটি নিয়ে কী করবেন ওই কৃষক? The post আদালতের নির্দেশে এখন একটি আস্ত ট্রেনের মালিক এই কৃষক appeared first on Sangbad Pratidin.
Posted: 09:14 AM Mar 17, 2017Updated: 03:48 AM Mar 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নর্দার্ন রেলওয়ে তাঁর কৃষিজমি অধিগ্রহণ করেছে৷ এই অভিযোগে ৪৫ বছরের এক কৃষক লুধিয়ানায় আদালতের দ্বারস্থ হন৷ ক্ষতিপূরণ হিসাবে আদালত গত বুধবার তাঁকে আস্ত একটি ট্রেন প্রদান করল৷ যে সে ট্রেন নয়, অমৃতসর থেকে নয়াদিল্লি যাতায়াত করে যে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস, এখন তার নতুন মালিক সম্পূরণ সিং৷

Advertisement

আদালতের এই রায়ে দেশবাসী কার্যত চমকে গিয়েছেন৷ নর্দার্ন রেলওয়ের বিরুদ্ধে অভিযোগ, কৃষকের জমি অধিগ্রহণ বাবদ ১ কোটি ৫ লক্ষ টাকা তারা দিতে পারেনি৷ তাই আদালত রেলের সম্পত্তি হিসাবে আস্ত একটি ট্রেন ওই কৃষককে দিয়ে দিল৷ শুধু ট্রেনই নয়, স্টেশন মাস্টারের অফিসটিও দেওয়া হয়েছে ওই কৃষককে৷ কিন্তু কাটানা গ্রামের কৃষক সম্পূরণ সিং এখন ওই ট্রেনটি নিয়ে কী করবেন, ভেবে পাচ্ছেন না৷

[কাশ্মীর নয়, ইসলামের জন্য লড়াইয়ের ডাক হিজবুল নেতার]

বুধবার নির্ধারিত সময়ে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস স্টেশনে পৌঁছতেই সম্পূরণ সিং ও তাঁর আইনজীবী রাকেশ গান্ধীও সেখানে পৌঁছে যান৷ আদালতের নির্দেশ মোতাবেক, ট্রেনের চালকের উপস্থিতিতে ৬.৫৫ মিনিটে সেকশন ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার ট্রেনটি আনুষ্ঠানিকভাবে ওই কৃষকের হাতে তুলে দেন৷ প্রায় ৫ মিনিট ধরে চলে এই হস্তান্তর প্রক্রিয়া৷

সম্পূরণ সিং জানিয়েছেন, রেলের সঙ্গে তাঁর দ্বন্দ্বের সূত্রপাত ২০০৭ থেকে৷ কৃষি অধিগ্রহণ বাবদ ওই কৃষককে ১.৪৭ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত৷ কিন্তু রেল মাত্র ৪২ লক্ষ টাকা দেওয়ায় ২০১২-য় তিনি ফের আদালতের দ্বারস্থ হন৷ ২০১৫-র জানুয়ারির মধ্যে তাঁর সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে রেলকে, নির্দেশ দেয় আদালত৷ কিন্তু রেল সেই নির্দেশও মানতে ব্যর্থ হয়৷ এরপরই আদালত রেলের সম্পত্তি সম্পূরণ সিংয়ের হাতে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস তুলে দেওয়ার নির্দেশ দেয়৷

যদিও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অনুজ প্রকাশ আশা করছেন, দ্রুতই ওই কৃষকের ক্ষতিপূরণ বাবদ মামলার সুষ্ঠু নিষ্পত্তি হবে৷ তাঁর সহাস্য মন্তব্য, “৩০০ মিটার লম্বা ট্রেন নিয়ে অভিযোগকারী কী করবেন? বাড়ি নিয়ে যেতে পারবেন?”

[নয়া ৫০০, ২০০০ টাকার নোট ছাপতে কত খরচ হয় জানেন?]

The post আদালতের নির্দেশে এখন একটি আস্ত ট্রেনের মালিক এই কৃষক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement