shono
Advertisement

বিশ্বের ২২৬ নম্বরের কাছে হেরে বিদায় সাইনার

চরম লজ্জা নিয়ে দেশে ফিরছেন বিশ্বের দশ নম্বর সাইনা৷ The post বিশ্বের ২২৬ নম্বরের কাছে হেরে বিদায় সাইনার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 PM Dec 02, 2016Updated: 03:55 PM Dec 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইনা নেহওয়ালের হলটা কী? হাঁটুর চোট সারিয়ে কোর্টে নামার পর থেকে একের পর এক টুর্নামেন্টে ব্যর্থ হয়ে ফিরছেন তিনি৷ হংকং ওপেন, চিন ওপেন সুপার সিরিজের পর এবার ম্যাকাও ওপেন থেকেও বিদায় নিলেন ভারতীয় শাটলার৷

Advertisement

শুক্রবার টুর্নামেন্টের শেষ আটে চিনের ঝাং ইমানের কাছে পরাস্ত হন সাইনা৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ে অনেক পিছনে থাকা ইমানের (২২৬) কাছে স্ট্রেট গেমে উড়ে যান বৃহস্পতিবারই ব়্যাঙ্কিংয়ে দশ নম্বরে উঠে আসা সাইনা৷ লন্ডন ওলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হারলেন ১২-২১, ১৭-২১ ব্যবধানে৷ মাত্র ৩৫ মিনিটেই খেলার নিস্পত্তি হয়ে যায়৷

প্রথম গেমে সাইনা একসময় এগিয়ে থাকলেও পরে ইমানের কাছে পরপর পয়েন্ট হারাতে থাকেন৷ ০-১ হেরে গিয়েও কিন্তু দ্বিতীয় গেমে দারুণ শুরু করেছিলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা৷ একসময় ৬-০-তে এগিয়েও গিয়েছিলেন৷ কিন্তু তারপর ইমান ঘুরে দাঁড়িয়ে স্কোর ৭-৭ করে ফেলেন৷ কিছুক্ষণ বাদেই তিনি এগিয়ে যান ১১-৯-এ৷ সাইনা আর ম্যাচে ফিরতে পারেননি৷

চোটের জন্য ওলিম্পিকের প্রায় শুরুতেই আটকে গিয়েছিলেন৷ হাঁটুতে অস্ত্রোপচারের পর কোর্টে নেমে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে সাইনাকে৷ তবে ভারতীয় শাটলার জানান, তিনি যে ফের কোর্টে ফিরতে পেরেছেন, এটাই তাঁর কাছে সবচেয়ে বড় সাফল্য৷

The post বিশ্বের ২২৬ নম্বরের কাছে হেরে বিদায় সাইনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement