নব্যেন্দু হাজরা: একাধারে অনেক দিক সামলান তিনি। জনপ্রতিনিধি হিসেবে নাগরিক পরিষেবার যাবতীয় কাজ করেন মাঠে নেমে। আবার নিজের মন ভাল রাখতে সাংস্কৃতিক চর্চাও জারি রেখেছেন। তাঁর এক অঙ্গে নানা রূপ দেখেই অভ্যস্ত আশেপাশের মানুষ। তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্র। কখনও ‘ও লাভলি’, ‘ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া’ – নানা ঘরানার নানা গান তাঁর কণ্ঠে শোনা গিয়েছে আগে। মাঝেমধ্যে দু, এক কলি রবীন্দ্রসংগীতও গেয়েছেন জনপ্রিয় নেতা। কিন্তু এবার তিনি পুরোপুরিই মনোনিবেশ করলেন রবীন্দ্রসংগীতে। বৃহস্পতিবার টালিগঞ্জের এক স্টুডিওয় হয়ে গেল রেকর্ডিং। মদন মিত্র জানালেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনেই তিনি আপাতত রবিগান ছাড়া কিছুই গাইবেন না।
বাইরে আবহাওয়ায় ভরপুর হেমন্তের আমেজ। কিন্তু মনে মনে তো আর কোথাও হারিয়ে যেতে মানা নেই। তাই শীত শীত ভাব কাটিয়েও ফাগুনের হাওয়ায় ভাসলেন মদন মিত্র (Madan Mitra)। টালিগঞ্জের স্টুডিওয় তাঁর গাওয়া চারটি রবীন্দ্রসংগীতের তালিকায় ছিল – ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’। গাইলেন ‘আমারও পরাণ যাহা চায়।’ রেওয়াজে উঠে এল ‘কী গাব আমি, কী শুনাব?’ স্টুডিওয় গাইলেন ‘আমায় যেসব দিতে হবে, সে তো আমি জানি’। পরনে ধুতি-পাঞ্জাবি, সামনে খোলা গীতবিতান, হারমোনিয়াম-তবলায় তখন সম্পূ্র্ণ অন্যরূপে জনপ্রতিনিধি। খানিকক্ষণ রেওয়াজ করলেন। তারপর ঢুকলেন স্টুডিওয়। শুরু হল তাঁর গানের রেকর্ডিং। দিনভর গানের রেকর্ডিং শেষে ক্লান্ত হলেও মুখের হাসিটি অমলিন।
[আরও পড়ুন: এসএসসি’র হলফনামায় অসন্তুষ্ট হাই কোর্ট, আগামী সপ্তাহে ফের নিয়োগ মামলার শুনানি]
‘সংবাদ প্রতিদিন’কে মদন মিত্র জানালেন, শুক্রবার তিনি যাচ্ছেন শান্তিনিকেতনে। এবার সেখান থেকে নতুন করে রবীন্দ্রসংগীতের মাধুর্য, মাহাত্ম্য খুঁজবেন। সোনাঝুরিতে গিয়ে বাউলদের সঙ্গে নিয়ে বাউল গাওয়ারও ইচ্ছে রয়েছে। তবে আপাতত রবীন্দ্রসংগীতেই মন দেবেন মদন মিত্র। আর তাই শান্তিনিকেতন ভ্রমণ।
[আরও পড়ুন: ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখে ফেরার পথে রাতেও মিলবে মেট্রো, জেনে নিন সময়সূচি]
আসলে, শুধুমাত্র রবীন্দ্রসংগীতে এভাবে মদন মিত্রর মনোনিবেশ করার নেপথ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তিনি হঠাৎ মদন মিত্রর খোঁজ করেন। বলেন, ”মদন মিত্র কিছু বলল না তো! ওকে তো এতক্ষণ খেয়ালই করিনি।” এরপরই মমতা আবার বলে ওঠেন, ”ও কিছু বলবে না। ও রবীন্দ্রসংগীত গাইবে।” আর মুখ্যমন্ত্রীর এই কথাই অনুপ্রেরণা মদন মিত্রর। দলনেত্রীর কথা শিরোধার্য করেই তিনি রবিগানেই মনোসংযোগ করেছেন বলে জানালেন কামারহাটির বিধায়ক।