shono
Advertisement

Breaking News

ভূমিপুত্ররাই পাবেন রাজ্য সরকারি চাকরি, ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

১৫ বছর ক্ষমতায় থেকে কতজনকে চাকরি দিয়েছেন? কটাক্ষ কংগ্রেসের। The post ভূমিপুত্ররাই পাবেন রাজ্য সরকারি চাকরি, ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:30 PM Aug 18, 2020Updated: 06:46 PM Aug 18, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পরেই অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্রদের জন্য ৭০ শতাংশ রাজ্য সরকারি চাকরি সংরক্ষিত রাখার কথা ঘোষণা করেছিলেন জগনমোহন রেড্ডি। এবার মধ্যপ্রদেশের সরকারি চাকরিতে শুধুমাত্র স্থানীয় যুবক-যুবতীদেরই সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। খুব তাড়াতাড়ি তাঁর সরকার এই বিষয়ে আইন পাশ করাতে চলেছে বলেও জানালেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: একের পর এক পাশবিক ঘটনা, চাপের মুখে মহিলাদের জন্য বিশেষ সেল গঠন যোগীর ]

এর আগে স্বাধীনতা দিবসের দিনও একই কথা বলেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। করোনা মহামারির কারণে চাকরির সংখ্যা কমে এসেছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে চাকরির সংখ্যা কমে এসেছে। তাই রাজ্যের সরকারি চাকরিতে এখানকার যুব সম্প্রদায়কেই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করাটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ছে। খুব তাড়াতাড়ি দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ফলের ভিত্তিতে স্থানীয় যুব সম্প্রদায়কে চাকরিতে নিয়োগ করানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই তাঁকে তীব্র কটাক্ষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমল নাথ। টুইট করে প্রশ্ন তোলেন, ‘এর আগে তো আপনারা ১৫ বছর ধরে এই রাজ্যের ক্ষমতায় ছিলেন। কতজন স্থানীয় যুবক-যুবতীকে চাকরি দিয়েছেন।’

[আরও পড়ুন: বিজেপিকে সাহায্য করার জের, Facebook India’র আধিকারিকের বিরুদ্ধে FIR]

The post ভূমিপুত্ররাই পাবেন রাজ্য সরকারি চাকরি, ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement