shono
Advertisement

Breaking News

মঙ্গলবার কি প্রকাশিত হবে মাধ্যমিকের ফল? নজরে সিবিএসই-ও

কীভাবে জানা যাবে ফলাফল? The post মঙ্গলবার কি প্রকাশিত হবে মাধ্যমিকের ফল? নজরে সিবিএসই-ও appeared first on Sangbad Pratidin.
Posted: 04:52 PM May 28, 2018Updated: 08:22 AM May 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল? দিনক্ষণ নিয়ে জটিলতা থাকলেও আগামিকাল মঙ্গলবার প্রকাশিত হতেও পারে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ জুন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার কথা৷

Advertisement

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দিনক্ষণ পরিবর্তন না হলে ২৯ মে হয়তো জীবনের প্রথম বড় পরীক্ষার ফল জানতে পারবে মাধ্যমিক পড়ুয়ারা৷ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এবং wbbse.org থেকে অনলাইনে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা৷ ফলে ফল ঘিরে উৎকণ্ঠায় পরীক্ষার্থীরা৷

[শহরে ফের নিপা আতঙ্ক, জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি আরও ১]

চলতি বছর ১২ থেকে ২১ মার্চ হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় বসেছিল ১১লক্ষ ০২হাজার ৯২১ জন৷ তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২১ হাজার ৩৬৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৫৬ শতাংশ। পরীক্ষা শেষ হওয়ার ৬৮ দিনের মাথায় ফলাফল বের করার সম্ভাবনা। আগামিবছরও ১২ থেকে ২১ মার্চ পরীক্ষা হবে। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেন প্রায় ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন পড়ুয়া৷ ছাত্রদের তুলনায় এবার ৫৭ হাজার ৫৩৪ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসেন৷

সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল সকাল থেকেই ফল জানা যেতে পারে৷ এসএমএস’র মাধ্যমেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। wb10 টাইপ করে নিজের রোল নম্বরের সঙ্গে ৫৪২৪২ বা ৫৬২৬৩ বা ৫৮৮৮৮ নম্বরে পাঠিয়ে দিতে হবে। অন্যদিকে পয়লা জুন প্রকাশিত হওয়ার সম্ভাবনা উচ্চমাধ্যমিকের ফল৷ অন্যদিকে, আগামিকাল মঙ্গলবার সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে৷ আগামিকাল বিকেল ৪ টে নাগাদ ফলপ্রকাশ হবে৷ প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী এবছর দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল৷

[চিকেন প্যাটিসে ছত্রাক, প্রতিবাদ করায় কলেজ পড়ুয়াকে মারধর]

যদিও, এবার মাধ্যমিক ও সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় প্রশ্নপত্র-ফাঁস বিতর্কে  জর্জরিত ছিল উভয় বোর্ড৷ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়েও বিতর্ক ওঠে৷ সিবিএসই বোর্ডের প্রশ্ন ফাঁসের জেরে দিল্লি থেকে শুরু করে হরিয়ানা ও ঝাড়খণ্ড থেকে অঙ্কের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠে৷

The post মঙ্গলবার কি প্রকাশিত হবে মাধ্যমিকের ফল? নজরে সিবিএসই-ও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement