shono
Advertisement

প্রাক্তন স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ! থানায় ছুটলেন মহাভারতের ‘কৃষ্ণ’ নীতীশ

সাংসারিক ঝামেলা মেটাতে পুলিশের দ্বারস্থ অভিনেতা!
Posted: 06:04 PM Feb 15, 2024Updated: 06:04 PM Feb 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুয়েক আগেই দাম্পত্য ভেঙেছে। কিন্তু বিচ্ছেদের ক্ষত কিছুতেই সারছে না মহাভারতের ‘কৃষ্ণ’র! প্রাক্তন স্ত্রীর জন্য এতটাই অতিষ্ঠ, যে শেষমেশ থানায় ছুটতে হল নীতীশ ভরদ্বাজকে (Nitish Bhardwaj)। অশান্তি থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে তাঁকে। শুধু তাই নয়, প্রাক্তন বউয়ের বিরুদ্ধে অভিযোগ দায়েরও করেছেন নীতীশ।

Advertisement

ভোপাল পুলিশের কাছে নীতিশ জানিয়েছেন যে, প্রাক্তন স্ত্রী স্মিতা তাঁকে নানাভাবে মানসিক অত্যাচার করছেন। এখানেই শেষ নয়! দুই সন্তানের সঙ্গেও যোগাযোগ একেবারে বন্ধ করে দিয়েছেন। দেখা করতে দিচ্ছেন না। সেই মর্মেই ভোপালের পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্রর কাছে সাহায্য চেয়ে চিঠি লিখেছেন নীতীশ ভরদ্বাজ। সেই চিঠিতে অভিনেতার অভিযোগ, প্রাক্তন স্ত্রী স্মিতা দুই কন্যাসন্তানের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। যার জেরে মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি।

ইতিমধ্যেই নীতীশের অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি ডিএসপি শালিনী দিক্ষিতকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন ভোপাল পুলিশ কমিশনার। ২০০৯ সালের ১৪ মার্চ স্মিতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নীতীশ ভরদ্বাজ। যিনি পেশায় মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। এক বন্ধুর সুবাদেই পরিচয়। সেখান থেকেই প্রেম এবং পরিণয়। তবে সেই দাম্পত্য ১২ বছরের বেশি টেকেনি। ২০১৯ সালে বিচ্ছেদ ঘোষণা করেন নীতিশ এবং স্মিতা। শেষমেশ ২০২২ সালে ডিভোর্স হয় তাঁদের। তারপর থেকেই দুই যমজ কন্যাসন্তানের সঙ্গে নীতীশ ভরদ্বাজকে দেখা করতে দেননি প্রাক্তন স্ত্রী স্মিতা। এমন অভিযোগ নিয়েই পুলিশের দ্বারস্থ মহাভারতের ‘কৃষ্ণ’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার