shono
Advertisement

শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে নিষিদ্ধ স্মার্টফোন, বিতর্কে এই ঐতিহ্যবাহী কলেজ

ডিজিটাল ইন্ডিয়ার যুগে এমন সিদ্ধান্তে পিছনে হাঁটছে না তো কর্তৃপক্ষ? The post শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে নিষিদ্ধ স্মার্টফোন, বিতর্কে এই ঐতিহ্যবাহী কলেজ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:52 AM Jul 14, 2017Updated: 07:56 AM Jul 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদপত্রে বড় করে ছাপা বিজ্ঞাপন কারও চোখ এড়ায়নি তখন। টেলিভিশনের পর্দাতেও ভেসে উঠত বিজ্ঞাপনী চমক। স্মার্টফোনে ইন্টারনেটের দৌলতেই ড্রোন তৈরি করা শিখে ফেলছে এক কিশোর। ক্যাচলাইন, ‘এক আইডিয়া জো বদল দে আপ কি দুনিয়া’। তবে অস্বীকার করার জো নেই, স্মার্টফোন এবং ইন্টারনেটের সৌজন্য এখন গোটা পৃথিবীটাই হাতের মুঠোয়। অফুরান জ্ঞানের ভান্ডার। তবে প্রযুক্তির এই যুগান্তকারী আবিষ্কারের কুপ্রভাবও রয়েছে। সে যাই হোক, ভাল দিকও প্রচুর রয়েছে। কিন্তু এই স্মার্টফোনকেই এবার নিষিদ্ধ করে দিল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। উত্তরপ্রদেশের মোরাদাবাদের মহারাজা হরিশচন্দ্র কলেজের এই সিদ্ধান্তে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে। স্রেফ অনুশাসনের দোহাই দিয়ে কলেজ চত্বরে নিষিদ্ধ করে দেওয়া হয় স্মার্টফোন, এমনটাই অভিযোগ পড়ুয়াদের। ইতিমধ্যেই নোটিস জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। ক্যাম্পাসের ভিতরে কোনও পড়ুয়া নির্দেশ অমান্য করলে কড়ার শাস্তির মুখে পড়তে পারেন।

Advertisement

 

[ISIS-এর পতাকায় মুড়ে শেষকৃত্য নিহত জঙ্গির, কাশ্মীরে চাঞ্চল্য]

শুক্রবারই নোটিস জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষর বক্তব্য, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত। কলেজের অধ্যক্ষ ড. বিশেষ গুপ্তা জানিয়েছেন, শিক্ষার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই স্মার্টফোন। যথেচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং মেয়েদের সঙ্গে গল্প করা নিষিদ্ধ করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। শুধু এই কলেজই নয়, মে মাসে হিমাচল প্রদেশের রাজ্য শিক্ষা দপ্তর বহু শিক্ষা প্রতিষ্ঠানেই স্মার্টফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের স্মার্টফোন ব্যবহারের উপর বরাবরই অনীহা রয়েছে রাজ্যগুলির। অনেক রাজ্যেই এবিষয়ে ছাড় দেওয়া হয়। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় ক্যাম্পাসে স্মার্টফোনের ব্যবহার নিয়েই প্রশ্নের মুখে পড়তে হয়েছে শিক্ষাব্যবস্থাকে। বেশ কিছু ক্ষেত্রে পড়ুয়াদের পর্ন ক্লিপ ছড়িয়েছে কলেজের মধ্যে, হিংসাত্মক পোস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানোয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অশান্তির সৃষ্টি হয়েছে। তাই শৃঙ্খলা বজায় রাখতে স্মার্টফোন কলেজ চত্বর থেকে দূরেই রাখতে চায় মহারাজা হরিশ্চন্দ্র কলেজ। তবে পড়ুয়াদের একাংশের মত, দেশের প্রধানমন্ত্রী যখন ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখাচ্ছেন তখন এমন সিদ্ধান্তে পিছনে হাঁটছে না তো কর্তৃপক্ষ?

[গো-রক্ষায় ‘সেমসাইড’! বেধড়ক মার খেলেন বিজেপি নেতাই]

The post শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে নিষিদ্ধ স্মার্টফোন, বিতর্কে এই ঐতিহ্যবাহী কলেজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement