shono
Advertisement

জোটসঙ্গী শিব সেনার মানভঞ্জনে বড় পদক্ষেপ মহারাষ্ট্রের বিজেপি সরকারের

আবারও কাছাকাছি আসছে বিজেপি-শিব সেনা? তুঙ্গে রাজনৈতিক চর্চা৷ The post জোটসঙ্গী শিব সেনার মানভঞ্জনে বড় পদক্ষেপ মহারাষ্ট্রের বিজেপি সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:44 PM Jan 22, 2019Updated: 10:18 PM Jan 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে এনডিএ-এর ভাঙন রুখতে তৎপর বিজেপি৷ তাই তো দীর্ঘদিনের জোটসঙ্গী শিব সেনার মানভঞ্জনে চেষ্টার কোনও কসুর করছেন না মোদি-শাহরা৷ সেকারণেই সম্ভবত শিব সেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের স্মৃতিসৌধ নির্মাণে একশো কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করল মহারাষ্ট্র সরকার৷ মঙ্গলবার এই অর্থের ছাড়পত্র দিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের মন্ত্রিসভা৷

Advertisement

[পালিয়ে বিয়ে করতে সাহায্য করবে পুলিশ! কোথায় হচ্ছে এমন ঘটনা? ]

বুধবার উদযাপিত হবে শিব সেনা প্রতিষ্ঠাতার বাল ঠাকরের ৯৩তম জন্মদিন৷ এদিনই স্মৃতিসৌধ নির্মাণের জন্য জমি তুলে দেওয়া হবে শিব সেনার হাতে৷ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হলে সেখানে করা হবে গণেশ পুজো৷ সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সেনার তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসকে৷ বিশেষ আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে তাঁদের নিজ নিজ দপ্তরে৷ মহারাষ্ট্র প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সেনার হাতে একশো কোটি টাকা তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে৷ কেবল টাকাই নয়, যেখানে স্মৃতিসৌধটি নির্মিত হবে সেই জমিটিও পুরসভার৷ দাদরের শিবাজি পার্কে মেয়র বাংলোর কম্পাউন্ডকে চিহ্নিত করা হয়েছে এই স্মৃতি সৌধ নির্মাণের জন্য৷ শিব সেনা সূত্রে খবর, বুধবার জমি হস্তান্তর প্রক্রিয়া মিটে গেলে লোকসভা নির্বাচনের আগেই স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু করা হবে৷

[সোপিয়ানে সংঘর্ষ, চার জঙ্গিকে নিকেশ সেনার]

লোকসভা ভোটের আর বেশিদিন দেরি নেই৷ তার আগেই বিজেপি-শিবসেনা শিবির যেভাবে কাছাকাছি আসতে শুরু করেছে, তাতে অন্য রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাচ্ছে বিভিন্ন  মহল৷ তাঁদের মতে, একটা সময় বিরোধীদের মতোই মোদি ও অমিত শাহের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব ছিল শিব সেনা৷ উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করেও সেই ক্ষোভের আগুন প্রশমিত করতে পারেননি অমিত শাহ৷ একাধিকবার লোকসভা নির্বাচনে একলা লড়াইয়ের কথাও বলেছে শিব সেনা৷ তবে ধীরে ধীরে দু’পক্ষের সেই বিবাদ মিটে যাচ্ছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের৷ সম্প্রতি শিব সেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর জন্য বাল ঠাকরের বায়োপিক দেখানোর জন্য বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করবেন তাঁরা৷ তারপরেই মহারাষ্ট্র সরকারের একশো কোটির অনুমোদন৷ এই সমস্ত ঘটনাকে নিছকই কাকতালীয় বলতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

The post জোটসঙ্গী শিব সেনার মানভঞ্জনে বড় পদক্ষেপ মহারাষ্ট্রের বিজেপি সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement