shono
Advertisement

মোবাইলে কথা বলা নিয়ে বচসা, দিদিকে শ্বাসরোধ করে খুন নাবালকের

জেরার মুখে স্বীকার অপরাধ। The post মোবাইলে কথা বলা নিয়ে বচসা, দিদিকে শ্বাসরোধ করে খুন নাবালকের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:27 PM Aug 29, 2018Updated: 12:57 PM Aug 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইলে বেশিক্ষণ কথা বলা নিয়ে বচসা। দিদিকে নির্মমভাবে হত্যা করল ১৬ বছরের কিশোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসাই এলাকার এক গ্রামে। মৃতের নাম কাজল পাগাড়ে। বয়স ১৯। হত্যাকারী ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকারও করেছে নাবালক।

Advertisement

[পথদুর্ঘটনায় মৃত্যু প্রখ্যাত অভিনেতা-রাজনীতিবিদ নন্দমুরি হরিকৃষ্ণর]

ভাসাই ইস্টের ওই গ্রামে মা ও দুই ভাইয়ের সঙ্গে থাকতেন কাজল। কিছুদিন আগেই ঘটা করে বাড়িতে রাখি পালন করেছিলেন। ১৮ ও ১৬ বছরের দুই ভাইয়ের হাতে রক্ষাসুতো পরিয়ে দিয়েছিলেন কাজল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগেই নতুন মোবাইল কিনেছিলেন ১৯ বছরের তরুণী। তাতে ঘণ্টার পর ঘণ্টা বন্ধুদের সঙ্গে কথা বলতেন। এতেই আপত্তি ছিল ১৬ বছরের ভাইয়ের। এ নিয়ে আগেও দু’জনের মধ্যে বচসা হয়েছে। ঘটনার দিন মায়ের সঙ্গে বাইরে গিয়েছিল কাজলের আরেক ভাই। ঘরে কেবল ছোট ভাই ও তিনি ছিলেন। প্রায় ঘণ্টাখানেক ধরে ফোনে কথা বলছিলেন কাজল। এর প্রতিবাদ করে কিশোর। ভাই-বোনের মধ্যে ঝামেলা লেগে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাগের মাথায় ওড়না দিয়ে দিদির গলায় পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করে নাবালক।

[বাম বুদ্ধিজীবীদের গ্রেপ্তারিতে তুঙ্গে রাজনীতি, রাহুলকে পালটা আক্রমণ বিজেপির]

ঘটনার পর প্রথমে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে। পরে ফিরে এসে নিজেই থানায় গিয়ে, বলে তাঁর দিদিকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেছে। তাঁর মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। কী করে এমন ঘটনা ঘটল। কিছুই বুঝতে পারছে না সে। তবে নাবালকের কথার ধরন দেখে পুলিশের সন্দেহ হয়। তাকেই জেরা করতে শুরু করেন পুলিশকর্মীরা। পুলিশের জেরার মুখে সত্যি কথা বলে ফেলে সে। আপাতত গ্রেপ্তার করে হোমে পাঠানো হয়েছে তাঁকে।  

[বাদ পড়া ব্যক্তিদের ফের সুযোগ কেন? এনআরসি ইস্যুতে প্রশ্ন সুপ্রিম কোর্টের]

The post মোবাইলে কথা বলা নিয়ে বচসা, দিদিকে শ্বাসরোধ করে খুন নাবালকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement