shono
Advertisement

লাইনচ্যুত মুম্বই-হাওড়া মেলের তিনটি কামরা, আতঙ্কিত যাত্রীরা

শনিবার গভীর রাত ২ টো নাগাদ ঘটনাটি ঘটে। The post লাইনচ্যুত মুম্বই-হাওড়া মেলের তিনটি কামরা, আতঙ্কিত যাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 AM Jun 10, 2018Updated: 09:03 AM Jun 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে পড়ল মুম্বই-হাওড়া মেল। ঘটনায় লাইনচ্যুত ট্রেনের তিনটি কোচ। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি ঘটেনি বলেই জানা গিয়েছে।

Advertisement

শনিবার গভীর রাতে মহারাষ্ট্রের ইগতপুরি স্টেশনের কাছে ঘটে ঘটনাটি। ১২৮০৯ হাওড়া মেলের তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। কামরায় থাকা যাত্রীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল এবং রেলের নিরাপত্তাবাহিনী। সেন্ট্রাল রেলওয়ে প্রধান জনসংযোগ আধিকারিক সুনীল উড়সি এ খবর নিশ্চিত করে জানান, শনিবার গভীর রাত ২ টো নাগাদ ঘটনাটি ঘটে। তিনটি কোচই লাইনচ্যুত হয়ে যায়। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই।

[থানায় ঢুকে বিজেপি বিধায়কের দাদাগিরি, সপাটে ‘চড়’ কনস্টেবলকে]

গভীর রাতে সেই সময় কামরার প্রায় সব যাত্রীরাই ঘুমাচ্ছিলেন। আচমকাই বিকট ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তাঁদের। তারপরই বুঝতে পারেন ট্রেন লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী দল যাত্রীদের সুরক্ষিতভাবে বের করে আনতে পেরেছে বলেই জানা যাচ্ছে। তবে মুম্বই-হাওড়া মেল লাইনচ্যুত হওয়ায় এখনও পর্যন্ত ওই রুটের ১২ টি ট্রেন বাতিল হয়েছে। একটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে ছুটির দিনে সমস্যায় পড়েছেন অনেক যাত্রীই। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

গত মাসেই অন্ধপ্রদেশ সুপারফাস্ট এক্সপ্রেসের দুটি কোচে আগুন লেগে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তড়িঘড়ি ট্রেনটিকে থামানো হয়। যদিও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তবে বারবার এমন দুর্ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে রেলমন্ত্রককে।

[আরও জটিল বিহারের জোট-জট, সঙ্গীহারা হওয়ার আশঙ্কায় বিজেপি]

The post লাইনচ্যুত মুম্বই-হাওড়া মেলের তিনটি কামরা, আতঙ্কিত যাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার