shono
Advertisement

বিদ্রোহ রুখতে কৃষকদের জন্য দু’দফায় আর্থিক অনুদান মহারাষ্ট্র সরকারের

কৃষকদের দাবি মেটাতে উদ্যোগ৷ The post বিদ্রোহ রুখতে কৃষকদের জন্য দু’দফায় আর্থিক অনুদান মহারাষ্ট্র সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:20 PM Sep 12, 2018Updated: 01:20 PM Sep 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক বিদ্রোহ থেকে শিক্ষা নিয়ে এবার সরকারি নীতিতে বড়সড় বদল আনল মহারাষ্ট্র সরকার৷ অনাবৃষ্টির জেরে কৃষিকাজ থমকে থাকায় দু’দফায় ক্ষতিপূরণ বাবদ মোটা অনুদান দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর৷ সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম দফায় মুম্বইয়ের কৃষকদের জন্য ৫০ হাজার কোটি ও দ্বিতীয় দফায় বিদর্ভ ও মারাঠওয়াড়া এলাকার কৃষকদের জন্য আরও ২৫ হাজার টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে ফড়ণবিস সরকার৷

Advertisement

[ফের হিন্দুত্বের তাস কংগ্রেসের, ক্ষমতায় এলে ‘রাম-পথ’ তৈরির প্রতিশ্রুতি]

দেরিতে ঘুম ভাঙলেও কৃষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছে মহারাষ্ট্র অর্থ দপ্তর৷ বৈঠক প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী সুধীর মুঙ্গাতিওয়ার সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজ্যের কৃষদের কৃষিকাজে উৎসাহ যোগাতে আমরা দু’দফায় বিশেষ প্যাকেজ ঘোষণা করতে চলেছি৷’’ মূলত এই অনুদান মুম্বই, বিদর্ভ ও মারাঠওয়াড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতেই এই প্যাকেজ ঘোষণা করা হবে বলেও আশ্বাস দেন তিনি৷ বলেন, ‘‘৩৫১ (২) ধারা অনুযায়ী বিদর্ভ, মারাঠওয়াড়া, কচ্ছ ও সৌরাষ্ট্র এই চারটি অঞ্চলে বিশেষ প্যাকেজ পাওয়ার যোগ্য৷ কেননা, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষয়ক্ষতি হলে তা সমাধান ঘটানো সরকারের নৈতিক দায়িত্ব৷ আমরা আমাদের দায়িত্বের দিক থেকে কৃষকদের পাশে দাঁড়াতে তৎপর৷’’ খুব শীঘ্রই কৃষকদের কাছে সরকারি ভাবে অনুদানের অর্থ পৌঁছে যাবে বলেও জানান তিনি৷

[কীভাবে বুঝবেন মারণ মোমোয় আসক্ত আপনার সন্তান?]

এদিন তিনি জানান, খরার কারণে রাজ্যের অন্তত চারটি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে৷ সব থেকে বেশি ক্ষতি হয়েছে মারাঠওয়াড়া ও বিদর্ভ এলাকায়৷ থমকে গিয়েছে এলাকার অর্থনীতি৷ গতবছরের তুলনায় এবছর শিক্ষা ও কর্মসংস্থানের হার অনেকটাই কমেছে বলেও এদিন জানান অর্থমন্ত্রী৷ ফলে, কৃষকদের পাশে দাঁড়ানো ছাড়া এই মুহূর্তে অন্য কোনও বিকল্প নেই ফড়ণবিস সরকারের৷

[‘আত্মসমর্পণ করতে চাই’, স্ত্রীর কাটা মুণ্ডু হাতে থানায় স্বামী]

ঋণ মুকুবের দাবি জানিয়ে কৃষকদের ‘লং মার্চ’ নাড়িয়ে দিয়েছে গোটা দেশ৷ মহারাষ্ট্রের প্রান্তিক এলাকা থেকে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী দপ্তর পর্যন্ত মিছিল করেছিলেন অন্তত ৫০ হাজার কৃষক৷ ঐক্যবন্ধ আন্দোলন দেখে কৃষকদের সমস্ত দাবিও মেনে নিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস৷ 

The post বিদ্রোহ রুখতে কৃষকদের জন্য দু’দফায় আর্থিক অনুদান মহারাষ্ট্র সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement