shono
Advertisement

TMC in Goa: ‘ভোট কাটবেন না’, গোয়ায় তৃণমূল-MGP জোটের পরই কংগ্রসকে কড়া বার্তা মমতার

'গোয়ায় আসল বিকল্প তৃণমূলই', বার্তা মমতার।
Posted: 05:21 PM Dec 14, 2021Updated: 06:39 PM Dec 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ায় তৃণমূলের (TMC in Goa) হাত শক্ত করল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (MGP)। বিজেপির জোট ছেড়ে বিধানসভা ভোটের আগে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধল তারা। মঙ্গলবার পানাজিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভা থেকে এই জোটের ঘোষণা হল। সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোর ঘোষণা, “আমাদের জোট দেখে বিজেপি ভয় পেয়েছে।” একইসঙ্গে নাম না করে কংগ্রেসকে খোঁচা, “ভোট কাটবেন না। গোয়ায় আমরাই জিতব। আমরাই সরকার গড়ব।”

Advertisement

মঙ্গলবার ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের দ্বিতীয় দিন। এদিন বিকেলে পানাজিতে সভা করেন তিনি। সভাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির শীর্ষ নেতৃত্ব। জনসভা থেকে মমতা বলেন, “তৃণমূল-এমজিপি একসঙ্গে লড়াই করবে। বিজেপিকে হারাতে জোট বাঁধুন।” তৃণমূল-এমজিপি জোটকে ‘যৌথ পরিবার’ বলেও উল্লেখ করলেন তিনি। এই জোট যে কেবল আসন সমঝোতার জোট নয়, তাও সভা থেকে স্পষ্ট করে দেন মমতা। গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন যাতে তাঁরা এমজিপি-র নেতাদের সঙ্গে কথা বলে  ইস্তেহার তৈরি করেন। 

[আরও পড়ুন: ‘ভোট এলেই গঙ্গায় ডুব, তারপর অপবিত্র করেন’, মোদির গঙ্গাস্নান নিয়ে গোয়া থেকে তোপ মমতার]

 

এদিনও বিজেপি বিরোধী অন্যান্য দলকে গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট বাঁধার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বলে রাখা ভাল, বেনোলিমের সভা থেকে কংগ্রেসকে তৃণমূলের জোটে আসার ডাক দিয়েছিলেন মমতা। এদিন সেই ডাক দিলেন তিনি। তবে সভা থেকে কংগ্রেসকে মমতার কড়া বার্তা, “যারা বিজেপি বিরোধিতা করছেন তাঁরা আমাদের সঙ্গে আসুন। আর না এলেও ভোট কাটবেন না।” গোয়ায় তৃণমূলই ‘আসল বিকল্প’ বলে দাবি করেন তিনি। 

এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ২০১৭ সালে গোয়ায় বিজেপিকে ক্ষমতায় আনার পিছনে অন্যতম কারিগর ছিল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। তাদের তিনজন বিধায়ক গেরুয়া শিবিরকে সমর্থন করেছিল। পরে অবশ্য ২০১৯ সালে জোট ছেড়ে বেরিয়ে আসে এই দল। এবার তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধল তারা। এ প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপিকে যারা ক্ষমতায় এনেছিল তাঁরাও এবার বুঝতে পারে, বিজেপি কেমন পার্টি।”

[আরও পড়ুন: ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি হচ্ছে DRDO! ইঙ্গিত রাজনাথের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement