shono
Advertisement

Breaking News

ছবি মুক্তিতে না কেন? জানতে চেয়ে কমিশনে চিঠি ‘পিএম নরেন্দ্র মোদি’র

নির্বাচন কমিশন এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি৷ The post ছবি মুক্তিতে না কেন? জানতে চেয়ে কমিশনে চিঠি ‘পিএম নরেন্দ্র মোদি’র appeared first on Sangbad Pratidin.
Posted: 05:30 PM Apr 27, 2019Updated: 05:30 PM Apr 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের থেকে মেলেনি ছাড়পত্র৷ আগামী ১৯ মে পর্যন্ত ‘পিএম নরেন্দ্র মোদি’র মুক্তি সম্ভব নয় বলেই সাফ জানিয়ে দিয়েছেন আধিকারিকরা৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ গোটা টিম৷ কেন ছবি মুক্তি পাওয়া সম্ভব নয়, উপযুক্ত কারণ জানতে চেয়ে ছবি নির্মাতাদের তরফে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে৷ যে এলাকাগুলিতে ইতিমধ্যেই ভোট শেষ হয়ে গিয়েছে, সেখানেও কেন ছবি মুক্তিতে ছাড় দেওয়া যাবে না, চিঠির মাধ্যমে তোলা হয়েছে সেই প্রশ্নও৷

Advertisement

[আরও পড়ুন: অক্ষয়ের পারিবারিক বিষয় নিয়ে প্রশ্ন মোদির! মুখ খুললেন টুইঙ্কল খান্না]

ছবির নামেই স্পষ্ট বোঝা গিয়েছিল কী হতে পারে ‘পিএম নরেন্দ্র মোদি’র বিষয়বস্তু৷ ট্রেলারও সেই সম্ভাবনাগুলিতেই সিলমোহর দিয়েছে৷ মোদির জীবনের নানা ওঠাপড়া, সংঘের সঙ্গে তাঁর সম্পর্ক, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার যাত্রাপথ সবই দেখা গিয়েছিল ছবির ট্রেলারে৷ তারপরই মোদির বায়োপিক মুক্তির দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা৷ ভোটের আবহে প্রথমে ৫ এপ্রিল এবং পরে ১১ এপ্রিল ছবি মুক্তির কথা ছিল৷ কিন্তু নির্বাচনের সময় এই ছবি ভোটারদের প্রভাবিত করবে বলেই আশঙ্কা করে বিরোধীরা৷ তাই ছবি মুক্তি নিয়ে বিরোধিতা শুরু করে কংগ্রেস৷ সেই জল গড়ায় সর্বোচ্চ আদালতেও৷ সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদিও বল ঠেলে দেন নির্বাচন কমিশনের কোর্টে৷ শীর্ষ আদালত ছবি দেখে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছেড়ে দেন কমিশনের কর্তাদের উপর৷ আগামী ১৯ মে পর্যন্ত ছবি মুক্তি কোনওভাবেই সম্ভব নয় বলেই জানিয়ে দেয় নির্বাচন কমিশন৷

[আরও পড়ুন: প্রচারে ব্যস্ত দেব তাই মিস করছেন রুক্মিনী, প্রকাশ্যে বললেন ‘ভালবাসি’]

এদিকে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ সেলুলয়েডের প্রধানমন্ত্রী৷ কেন ১৯ মে পর্যন্ত ছবি মুক্তি সম্ভব নয়, তা স্পষ্ট কারণ জানতে চেয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে চিঠি পাঠান ‘পিএম নরেন্দ্র মোদি’র নির্মাতারা৷ যদিও নির্বাচন কমিশনের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

The post ছবি মুক্তিতে না কেন? জানতে চেয়ে কমিশনে চিঠি ‘পিএম নরেন্দ্র মোদি’র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement