shono
Advertisement

জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত সাময়িক, ফের স্পষ্ট করলেন মোদি

ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। The post জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত সাময়িক, ফের স্পষ্ট করলেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:43 PM Aug 08, 2019Updated: 08:48 PM Aug 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৭০ ধারা লাগু এবং কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত ঘোষণার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন, কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার সিদ্ধান্ত সাময়িক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার সেকথাই স্পষ্ট করলেন। জানিয়ে দিলেন, “অনেক ভেবেচিন্তেই কাশ্মীরকে সাময়িকভাবে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে। আমি আবারও বলছি সাময়িকভাবে করা হয়েছে।” প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, জম্মু ও কাশ্মীরবাসীর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কেন্দ্র।

Advertisement

[আরও পড়ুন: ‘প্যাটেল, শ্যামাপ্রসাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছি’, জাতির উদ্দেশে বললেন মোদি]

বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি বলেন, ” অনেক ভেবেচিন্তেই জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ, যখন থেকে কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন চালু হয়েছে তখন থেকেই রাজ্যের প্রশাসন সুচারুভাবে চলছে। সরকারি প্রকল্প এখন বাস্তবায়িত হচ্ছে। দশকের পর দশক ধরে যে প্রকল্পগুলি বন্ধ হয়ে পড়েছিল, সেসব প্রকল্প গতি পেয়েছে। আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসনকে সুসংগঠিতভাবে চালানোর চেষ্টা করছি। সমস্তরকম সুবিধা বেড়েছে। নতুন রাস্তা হচ্ছে, নতুন রেললাইন হচ্ছে। বিমানবন্দরের আধুনিকীকরণ হচ্ছে দ্রুত। সমস্তরকম উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এই উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতে হবে।”

[আরও পড়ুন: ‘ভারতরত্ন’ প্রণব, রাষ্ট্রপতির হাত থেকে পেলেন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান]

প্রধানমন্ত্রী আরও বললেন, “আমাদের দেশের গণতন্ত্র এত মজবুত। অথচ, জম্মু ও কাশ্মীরের হাজারো মানুষ বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত বা পুরসভার নির্বাচনে ভোট দিতে পারতেন না। যারা ১৮৪৭-এ পাকিস্তান থেকে কাশ্মীরে এসেছিলেন তারা শুধু লোকসভা ভোট ছাড়া অন্য ভোট দিতে পারতেন না। এটা তাদের সঙ্গে অন্যায়। জম্মু ও কাশ্মীরের ভাইবোনদের আরও একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আপনাদের জনপ্রতিনিধি আপনারাই নির্বাচিত করবেন। আপনাদের যেমন বিধায়ক হত, তেমনই হবে। আগের মতোই মন্ত্রিসভা হবে,আগের মতোই আপনাদের মুখ্যমন্ত্রী হবে। আমার পূর্ণ বিশ্বাস এই নতুন ব্যবস্থার পর আমরা সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ থেকে কাশ্মীরকে মুক্ত করতে পারব। তারপর আশা করি আর কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল রাখার প্রয়োজন হবে না। লাদাখ অবশ্য কেন্দ্রশাসিত অঞ্চলই থাকবে। আমরা সকলেই চাই, আগামী দিনে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হোক। নতুন সরকার হোক।আমি কাশ্মীরবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা খোলা মনে, নিরাপদ পরিবেশে আপনাদের সরকার বেছে নিতে পারবেন। “

The post জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত সাময়িক, ফের স্পষ্ট করলেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার