সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের হিজাব বিতর্ক (Karnataka Hijab Row) ক্রমশ ডালপালা মেলছে। আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এই বিতর্ক। কর্ণাটকের অশান্তির মাঝেই মুসলিম পড়ুয়াদের পাশে দাঁড়ালেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। এদিকে আবার হিজাব নিষিদ্ধ ইস্যুতে কর্ণাটকের পথেই হাঁটতে মধ্যপ্রদেশ, এমনই ইঙ্গিত দিলেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী। সবমিলিয়ে ক্রমশ ঘোরালো হচ্ছে এই হিজাব বিতর্ক।
মঙ্গলবার রাতেই হিজাব বিতর্ক নিয়ে মুখ খোলেন নোবেলজয়ী মালালা। হিজাব পরায় মুসলিম পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন না, এই ফতোয়াকে ‘ভয়ানক’ বলে মন্তব্য করেছেন তিনি। টুইটারে তিনি লেখেন, “পড়াশোনা এবং হিজাবের মধ্যে কোনও একটা বেছে নিতে বাধ্য করছে কলেজ। হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়ানক। খোলামেলা হোক বা ঢাকা পোশাক – মহিলাদের অবজেক্টিফিকেশনের ধারা চলছেই।” একইসঙ্গে ভারতীয় নেতাদের প্রতি তাঁর আবেদন, “অবশ্যই মুসলিম মহিলাদের মূল সমাজ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি রুখতে হবে।” নোবেলজয়ীর এই আরজি কতটা কাজে আসে, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: লক্ষ্য গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোর উন্নয়ন, ৯ দপ্তরের জন্য প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের]
বিতর্কের মাঝেই মধ্যপ্রদেশের স্কুলেও হিজাব নিষিদ্ধ করার ইঙ্গিত দিলেন সে রাজ্যের শিক্ষামন্ত্রী। বিজেপিশাসিত রাজ্যে স্কুলশিক্ষা দপ্তরের মন্ত্রী ইন্দর সিং পারমার বললেন, ” আগামী শিক্ষাবর্ষ থেকে এ রাজ্যেও স্কুল ইউনিফর্ম সংক্রান্ত কড়া নিয়মনীতি কার্যকর করা হবে। স্কুল ইউনিফর্মের অংশ নয় হিজাব। তাই নিষিদ্ধ করা উচিত। বিষয়টি খতিয়ে দেখে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে।” তাঁর যুক্তি, “স্কুলের পড়ুয়াদের মধ্যে সমভাবাপন্নতা এবং শৃঙ্খলা আনলে ইউনিফর্ম সংক্রান্ত কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন।” স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
গত বছরের ডিসেম্বর মাস থেকে বিজেপি (BJP) শাসিত কর্ণাটকের কলেজে মুসলিম ছাত্রীদের হিজাবে পরে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গত কয়েক দিনে তা চরমে পৌঁছেছে। হাই কোর্টে উঠেছে মামলা।