shono
Advertisement

ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর মরদেহ, টেলিভিশন জগতে ফের শোকের ছায়া

অভিনেত্রীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Posted: 07:09 PM Oct 30, 2023Updated: 07:09 PM Oct 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিদুনিয়ায় ফের শোকের ছায়া। নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার মালায়লম ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রেঞ্জুষা মেনন। সোমবার তিরুঅনন্তপুরমে নিজের ফ্ল্য়াট থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে পুলিশ অনুমাণ করছে, আত্মহত্যা করেছেন অভিনেত্রী।

Advertisement

বেশ কয়েক বছর ধরেই টেলিপর্দায় অভিনয় করছেন রেঞ্জুষা। অভিনয় করেছেন বেশ কিছু মালায়লম ছবিতেও। ‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’-এর মতো ধারাবাহিক থেকে জনপ্রিয়তায় আসেন অভিনেত্রী। শুধু তাই নয়, বেশ কিছু গেম শোয়ের সঞ্চালনাও করতে দেখা গিয়েছে তাঁকে।

[আরও পড়ুন: বিশ্বকাপের মেগা ফাইনালে ফের ভারত-অস্ট্রেলিয়া মহারণ! দাবি করলেন অজি তারকা]

তিরুঅনন্তপুরমের ফ্ল্যাটে স্বামীর সঙ্গেই থাকতেন রেঞ্জুষা। স্বামীও বিনোদনের সঙ্গে যুক্ত। স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রীর মায়ের দাবি বেশ কিছুদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। তবে সেই কারণেই এমন সিদ্ধান্ত নিলেন কি না, তা অবশ্য় স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেও বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: অটুট বন্ধুত্ব! ইংল্যান্ডকে হারাতেই রোহিতকে কোলে তুলে নিলেন বিরাট, দেখুন ভাইরাল ভিডিও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement