shono
Advertisement

সুন্দরবনের জন্য হবে মাস্টারপ্ল্যান, কমিটিতে সব দলের প্রতিনিধি রাখার ঘোষণা মমতার

সর্বদলীয় বৈঠকে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর। The post সুন্দরবনের জন্য হবে মাস্টারপ্ল্যান, কমিটিতে সব দলের প্রতিনিধি রাখার ঘোষণা মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:06 PM Jun 24, 2020Updated: 10:00 PM Jun 24, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমফান বিধ্বস্ত সুন্দরবনের জন্য মাস্টারপ্ল্যান তৈরি হবে, বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে সর্বদল বৈঠকের শেষে ঘোষণা করলেন বিশেষ কমিটির কথা। সেই কমিটিতে থাকবেন দিলীপ-সুজন-সহ একাধিক বিরোধী দলের নেতা।

Advertisement

ঘূর্ণিঝড় আমফান লণ্ডভণ্ড করে দিয়েছে গোটা বাংলা। কার্যত ধ্বংস হয়ে গিয়েছে সুন্দরবন (Sundarban)। পরিস্থিতি সামাল দিতে মরিয়া প্রশাসনও। তবে অভাব-অভিযোগ লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে বুধবারের সর্বদল বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আমফান বিধ্বস্ত সুন্দরবনের জন্য তৈরি হবে মাস্টারপ্ল্যান। ত্রাণ ও ক্ষতিপূরণ-সহ যাবতীয় সমস্যার জন্য একটি কমিটি গঠনের নির্দেশে দেন তিনি। বলেন, শাসক ও বিরোধীদলের নেতা তথা সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষদের নিয়ে গঠিত এই কমিটি আমফান পরবর্তী সুন্দরবনের অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট জমা করবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পুর্নগঠনের কাজ করা হবে।

[আরও পড়ুন: বাংলায় লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণার দিনই আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৫ হাজার, মৃত প্রায় ৬০০]

পাশাপাশি এদিন ফের ধমকের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “বিডিওরা প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় তুলুন। ক্ষমতা রয়েছে বলেই তার অপব্যবহার করবেন না। মানুষের পাশে দাঁড়ানো সামাজিক কর্তব্য।” এ বিষয়ে কোনওরকম রাজনীতি বা দলবাজি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। কেউ যদি প্রয়োজনীয় ফর্ম ফিলাপ করতে না পারেন তাঁদের সহযোগিতা করার নির্দেশ দেন বিডিওদের। পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্য করে বলেন, সকলেই ত্রাণ পাবেন। কোথাও সমস্যা হলে একাধিকবার অভিযোগ জানান কিন্তু দয়া করে ভাঙচুর করবেন না।

[আরও পড়ুন: পঞ্চায়েত সদস্যকে ক্ষমা চাইতে বাধ্য করায় ‘হুমকি’ তৃণমূলের, বিজেপির নেতৃত্বে পালটা হামলা স্থানীয়দের]

The post সুন্দরবনের জন্য হবে মাস্টারপ্ল্যান, কমিটিতে সব দলের প্রতিনিধি রাখার ঘোষণা মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement