shono
Advertisement

‘নিজশ্রী’প্রকল্পে কম টাকায় গরিবদের ফ্ল্যাট দেবে রাজ্য সরকার

মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মন্ত্রী ফিরহাদ হাকিমের৷ The post ‘নিজশ্রী’ প্রকল্পে কম টাকায় গরিবদের ফ্ল্যাট দেবে রাজ্য সরকার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:25 PM Jun 20, 2018Updated: 07:55 PM Jun 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। ‘নিজশ্রী প্রকল্প’তে এই দুই শ্রেণির মানুষকে কম দামে ফ্ল্যাট বিলি করার সিদ্ধান্ত গ্রহণ করল মন্ত্রিসভা৷ সোমবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক৷ আর সেখানেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

[বঙ্গ বিজেপির গঠনতন্ত্র ভেঙে পড়েছে, দিলীপকে বিঁধে অমিতকে নালিশ চন্দ্র বসুর]

জানা গিয়েছে, সোমবারের বৈঠকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়েই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ ঠিক হয়, প্রথমে সরকারি জমিতে প্রথমে আবাসন তৈরি করবে রাজ্য সরকার৷ তারপর সেই আবাসনের ফ্ল্যাটই স্বল্প দামে তুলে দেওয়া হবে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের হাতে৷ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, তৈরি করা হবে পাঁচতলা আবাসন৷ তারপর, যাঁদের মাসিক আয় ১৫ হাজার টাকার মধ্যে তাঁদের হাতে ১ এইচবিকে এবং যাঁদের মাসিক আয় ৩০ হাজারের মধ্যে তাঁদের হাতে ২ এইচবিকে ফ্ল্যাট তুলে দেবে সরকার৷ ১ এইচবিকে ফ্ল্যাটগুলির দাম হবে ৭ লাখ ২৮ হাজার টাকা এবং ২ এইচবিকে ফ্ল্যাটগুলির দাম হবে ৯ লাখ ২৬ হাজার টাকা। তাঁর আরও সহযোজন, কলকাতা-সহ কয়েকটি জেলাতেও তৈরি করা হবে এই আবাসন৷ সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র করা যাবে৷ তারপর লটারির মাধ্যমে হবে বণ্টনের বিষয়টি৷

[সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল, পড়ুয়াদের পাশাপাশি ‘ছুটি’ কাটাচ্ছেন শিক্ষকরাও !]

জানা গিয়েছে, সরকারি ফাঁকা জমির খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর ও পুরসভার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে আবাসন দপ্তর৷ দুই থেকে তিন বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ প্রথম পর্যায়ে তৈরি করা হবে পঞ্চাশ হাজার এই ধরনের ফ্ল্যাট৷ মুখ্যমন্ত্রীর সাধের ‘নিজশ্রী’ প্রকল্প নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।

The post ‘নিজশ্রী’ প্রকল্পে কম টাকায় গরিবদের ফ্ল্যাট দেবে রাজ্য সরকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement