সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বাংলায়। জেলায় জেলায় মৃত্যু হয়েছে ৯ জনের। মঙ্গলবার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি।
সোমবার বিকেলের আচমকা ঝড়বৃষ্টি শুরু হয় কলকাতা-সহ বাংলার প্রায় সব জেলায়। প্রবল ঝড়ে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গাছ-ঘরবাড়ি। যার জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দু’ঘণ্টারও বেশি সময়ের জন্য ব্যাহত হয় বিভিন্ন শাখার ট্রেন চলাচল। একাধিক স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পড়ে ট্রেন। যার জেরে প্রবল ভোগান্তির শিকার হন আমজনতা। এদিনের ঝড়বৃষ্টির জেরে বাংলায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত বহু। মঙ্গলবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ঘোষণা করেছেন আর্থিক সাহায্য। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত মৃতদের পরিবার।
[আরও পড়ুন: ‘আমি নির্দোষ, CBI মিথ্যা মামলায় ফাঁসিয়েছে’, দাবি কয়লা পাচারের ‘কিংপিন’ বিকাশ মিশ্রর]
প্রসঙ্গত, হাওয়া অফিস সূত্রে খবর, বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর প্রভাবেই চলতি সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে বাংলায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন,গোটা সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি। তবে বৃহস্পতিবার থেকে বাড়বে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলবে শনিবার পর্যন্ত। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ফলে সকলকে সতর্ক ও নিরাপদে থাকার কথা বলা হয়েছে।