shono
Advertisement

ভাষা দিবসকে সামনে রেখে অখণ্ডতার বার্তা, বিরোধী শক্তিকে ফের ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার

মুচিদের জন্য তৈরি ২ টি চর্মতীর্থ, বিশেষ দিনে ঘোষণা মুখ্যমন্ত্রীর। The post ভাষা দিবসকে সামনে রেখে অখণ্ডতার বার্তা, বিরোধী শক্তিকে ফের ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:11 PM Feb 21, 2020Updated: 07:18 PM Feb 21, 2020

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে দেশের একতার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধেবেলা দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠান থেকে তাঁর বার্তা, “মাতৃভাষার সম্মান বজায় রাখার জন্য দেশমাতাকে রক্ষা করা জরুরি। আসুন, সকলে একসঙ্গে মায়ের আঁচলের নিচেই নিরাপদ আশ্রয়ে থাকি। দেশ অখণ্ড থাকুক, অটুট থাকুক বঙ্গভূমি। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে লড়াই করব। সে লড়াই যতই কঠিন হোক না কেন।” সংক্ষিপ্ত এই বার্তাতেই তিনি ধর্মের নামে বিভাজন তৈরির চক্রান্তের দিকে স্পষ্ট ইঙ্গিত করে বিরোধী ঐক্যকে রক্ষার কথা বললেন।

Advertisement

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধেয় দেশপ্রিয় পার্কের ভাষা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ওই মঞ্চ থেকে ভাষা শহিদদের প্রতি নিজের শ্রদ্ধা জানিয়ে আজকের পটভূমিতে মাতৃভাষার গুরুত্বের কথা আরও একবার স্মরণ করিয়ে দেন তিনি। সাম্প্রতিক পরিস্থিতিতে আন্দোলনের অন্যতম হাতিয়ার বাংলা ভাষা, তেমনটাই মনে করেন মমতা। আর এই প্রসঙ্গেই নাম না করে তুলে আনলেন CAA-NRC প্রসঙ্গ। বললেন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হলে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ভাষা শুধু একটা যোগাযোগের মাধ্যমই নয়, একটা আবেগও। যে আবেগ একতা শেখায়, সম্প্রীতির বাঁধন বাঁধতে শেখায়।

[আরও পড়ুন: কাজ করছে না কিডনি-লিভার-ফুসফুস, আরও সংকটে পোলবার দুর্ঘটনায় জখম ঋষভ]

তাঁর কথায়, “সব ধর্ম,সব বর্ণ, সব জাতিকে নিয়ে চলতে হবে। মা কি কখনো সাদা আর কালো হয়? সে কি কখনো ছোট বা বড় হয়? তার কি কখনো হাত কিংবা পা বাদ দেওয়া হয়? জন্মভূমি মাতৃভূমি। দেশমাতা তো ভূমিকন্যা। সেই দেশমাতা সবাইকে এক করে রাখে। মাকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়ে তার আঁচল টেনে ফেলে দিয়ে মাকে ভালো রাখা যায় না। আমরা তাই ঐক্যবদ্ধ হয়ে শপথ নিই, আমরা ঐক্যবদ্ধ ভারত দেখতে চাই। আমরা ঐক্যবদ্ধ বঙ্গভূমি চাই।”

এদিনের অনুষ্ঠান থেকে বেশ কয়েকটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে আর্ট কলেজের প্রাক্তন মডেল, যাঁরা এখন আর কাজ করতে পারেন না, এরকম ১৫ জনকে বেছে তাঁদের পেনশন চালু করতে চলেছে রাজ্য সরকার। মাসিক দেড় হাজার টাকা করে পাবেন তাঁরা। NRC-কে সামনে রেখে গান্ধী মূর্তির পাদদেশে যে শিল্পীরা ছবি এঁকেছিলেন, তাদের অনুরোধেই মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত।

[আরও পড়ুন: ‘বিজেপি কাউকে মুখ করে ভোটে নামে না’, শোভনের পোস্টার ইস্যুতে জল্পনা ওড়ালেন দিলীপ]

অন্যদিকে, মুচিদের কথা ভেবে চালু করা হল দুটি চর্ম তীর্থ। একটি জানবাজারে, দ্বিতীয়টি বানতলা কর্মনগরীর ভিতর। এখানে চামড়ার ব্যাগ এবং জুতো তৈরি ও মেরামতের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের থাকা ও কাজ করার ব্যবস্থা করে দিচ্ছে রাজ্য সরকার। শুধু বানতলাতেই কর্মসংস্থান হবে ৫ লক্ষ চর্ম শ্রমিকের। মুখ্যমন্ত্রী বলেন, “সমাজের একেবারে নিচু স্তরের এঁরা থাকেন। এঁদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এমন শুভ ক্ষণে তাদের জন্য তাই কিছু কাজের সুযোগ তৈরি করে দেওয়া হল।

এই বিশেষ দিনকে আরও ভালভাবে পালন করতে আগামী বছর সারারাত অনুষ্ঠান করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফি বছর দেশপ্রিয় পার্কে এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করে রাজ্য সরকার। তবে একাধিক জায়গায় অনুষ্ঠান হয় আগের দিন রাত থেকেই। মুখ্যমন্ত্রী বলেন, “এক, দেড় ঘণ্টায় ভাষা চর্চা হয় না। বাংলাদেশে এত সুন্দর করে এত বড় অনুষ্ঠান হয়। এখানে তো অনেক সংগীতশিল্পী গান গাইতে পারলেন না। অনেকে কথা বলতে পারলেন না। আমার কখনও কখনও মনে হয়, সারা রাতটা অনুষ্ঠান করা উচিত। ”

The post ভাষা দিবসকে সামনে রেখে অখণ্ডতার বার্তা, বিরোধী শক্তিকে ফের ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement