shono
Advertisement

Breaking News

‘সুদিনের লক্ষ্যে দেশে পরিবর্তন দরকার’, মাড়োয়ারি সমাজের অনুষ্ঠানে বার্তা মমতার

নাম না করে তোপ দাগলেন মোদি, অমিত শাহের বিরুদ্ধে৷ The post ‘সুদিনের লক্ষ্যে দেশে পরিবর্তন দরকার’, মাড়োয়ারি সমাজের অনুষ্ঠানে বার্তা মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:18 PM Mar 19, 2019Updated: 02:36 PM Apr 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে হিন্দি বলয়ে জনসংযোগ বাড়াতে হোলিকেই হাতিয়ার করেছে তৃণমূল৷ তাই মঙ্গলবার নজরুল মঞ্চে মাড়োয়ারি ফেডারেশনের এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের অনুষ্ঠান থেকে ধর্মীয় ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ান তিনি৷ নাম না করে তোপ দাগলেন মোদি-অমিত শাহের বিরুদ্ধে৷ দেশের পরিস্থিতি বদলাতে পরিবর্তন প্রয়োজন বলেও জানালেন মুখ্যমন্ত্রী৷ 

Advertisement

[২ লক্ষ টাকার জালনোট-সহ মৌলালি থেকে গ্রেপ্তার এক]

হোলি উপলক্ষে মাড়োয়ারি ফেডারেশনের অনুষ্ঠান৷ সেই মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হোলির আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল ঠিকই৷ তবে সেই অনুষ্ঠান মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তিনি৷ মোদি-অমিত শাহরা ধর্মের রাজনীতি করছে বলেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘এখানে ঘরে-ঘরে লক্ষ্মীপুজো হয়৷ আমরা ছট পুজো, বুদ্ধপূর্ণিমায় কি ছুটি দিই না? দক্ষিণেশ্বর, তারকেশ্বর মন্দির সাজিয়েছি আমরা৷ দেখে আসুন৷ ওরা আমাকে ধর্ম কী তা শেখাবে?’’ রাজ্যের মানুষ যে কোনওভাবেই ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসী নন, তা বারবারই নিজের কথার মাধ্যমে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

[প্রার্থীর ছবি দিয়ে দেওয়াল লিখন, লড়াইয়ে এগিয়ে থাকতে কমরেডদের লাইন বদল]

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে৷ ভোটপ্রচার, দেওয়াল লিখন, মিছিল-মিটিংয়ের মাধ্যমে বোঝা যাচ্ছে রাজ্যে বইছে ভোটের হাওয়া৷ এরই মাঝে ইতিমধ্যেই শহরে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী৷ বারবারই বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে যে বাংলায় অশান্তির আবহ তৈরি হয়েছে৷ এই অভিযোগের পালটা দেশের অবস্থা ভয়াবহ বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশে পরিবর্তনের ডাক দেন তিনি৷ মমতা বলেন, ‘‘দিল্লি থেকে এসে কেউ কেউ আমাদের রাজ্যের অপমান করছে৷ রাজ্য অশান্ত বলে দাবি করছে৷ তা ঠিক নয়৷ বাংলা সবসময় শান্তিপ্রিয়৷’’ জোর করে রাজনীতিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিগুলির সাহায্যে সকলের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে৷ হোলির আগাম শুভেচ্ছার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রক্তের হোলি খেলবেন না৷ রঙের হোলি খেলুন৷’’ রাজনীতিকদের দাবি, ভোটবাক্সের কথা ভেবেই বাঙালিদের পাশাপাশি হিন্দি বলয়ের ভোট টানতে চাইছে ঘাসফুল শিবির৷ তাই সেই স্বার্থ চরিতার্থ করতেই মাড়োয়ারি সংগঠনের অনুষ্ঠান মঞ্চকেই বেছে নেওয়া হয়েছে৷ 

The post ‘সুদিনের লক্ষ্যে দেশে পরিবর্তন দরকার’, মাড়োয়ারি সমাজের অনুষ্ঠানে বার্তা মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement